শিক্ষার্থীদের জন্য সুখবর দিল অ্যাপল

প্রকাশিত: ০৬ জুলাই, ২০২৫ ১১:১৫:৪৬

শিক্ষার্থীদের জন্য সুখবর দিল অ্যাপল

প্রযুক্তি জগতে নতুন চমক দিতে প্রস্তুত অ্যাপল। আলোচিত প্রযুক্তি বিশ্লেষক মিন-চি কুর বরাতে জানা গেছে, আইফোন ১৬ প্রো সিরিজের শক্তিশালী এ১৮ প্রো চিপ ব্যবহার করে তৈরি হচ্ছে একটি সাশ্রয়ী নতুন ম্যাকবুক। এই প্রথমবারের মতো আইফোনের এ-সিরিজ চিপ কোনো ম্যাকবুকে ব্যবহৃত হতে যাচ্ছে।

 

প্রতিবেদনে বলা হয়, ১৩ ইঞ্চি স্ক্রিনের এ নতুন ম্যাকবুকের প্রাথমিক উৎপাদন শুরু হতে পারে ২০২৫ সালের শেষ প্রান্তিকে বা ২০২৬ সালের শুরুতে। ডিভাইসটি পাওয়া যাবে রুপালি, নীল, গোলাপি ও হলুদ রঙে। বর্তমানে অ্যাপলের সবচেয়ে কম দামের ল্যাপটপ ম্যাকবুক এয়ার, যার শুরু দাম ১ হাজার ডলার ছাড়িয়ে যায়।

 

তবে নতুন মডেলটির মূল্য আরও কম হতে পারে বলে আশা করা হচ্ছে। যা শিক্ষার্থী ও বাজেট ব্যবহারকারীদের কাছে এটিকে আকর্ষণীয় করে তুলবে।

 

বিশ্লেষকদের ধারণা, ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ চালু করার পরিকল্পনায় এ১৮ প্রো চিপ ব্যবহার করা হচ্ছে, যা ম্যাকবুকেও উন্নত এআই অভিজ্ঞতা আনবে।

 

২০২৬ সালে অ্যাপল এ মডেলের ৫০ থেকে ৭০ লাখ ইউনিট বাজারজাত করতে পারে। আর চলতি বছর ম্যাকবুক বিক্রির সংখ্যা দুই কোটির কাছাকাছি পৌঁছাতে পারে বলেও পূর্বাভাস।

 

অ্যাপল এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবে বাজার বিশ্লেষণে- এ উদ্যোগ প্রযুক্তির ভবিষ্যৎ দিকনির্দেশ করছে।


প্রজন্মনিউজ/২৪ জামাল

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ