প্রকাশিত: ০২ মে, ২০২৫ ০১:১৩:০২
প্রজন্মডেস্ক : চলছে গ্রীষ্মকাল। ফলের মৌসুম। বাজারে এখনো পাকা আম ওঠেনি, তবে কাঁচা আম পাওয়া যাচ্ছে। আর গরমে আপনি খেতে পারেন কাঁচা আমের শরবত, টক-ঝাল ভর্তা, আম পান্না, আম-ডাল। কাঁচা আমের রেসিপি করে আপনি খুব মজা করে খেতে পারেন এবং উপভোগ করতে পারেন এই কাঁচা আমের স্বাদ। তবে সারা বছর যদি সেই স্বাদ পেতে চান, তাহলে বানিয়ে ফেলুন কাঁচা আমের আমসত্ত্ব।
প্রথমে কাঁচা আমের ছাল ফেলে ও আঁটি ছাড়িয়ে মাঝারি টুকরো করে কেটে পানিতে রেখে দিন। এরপর কড়াইয়ে হালকা আঁচে পাঁচফোড়ন ও শুকনো মরিচ অল্প ভেজে নিয়ে গুঁড়া করে সরিয়ে রাখুন। এবার আরেকটি কড়াইয়ে অল্প পানিতে পরিমাণমতো লবণ দিয়ে কেটে রাখা কাঁচা আম সিদ্ধ করে নিন। আম নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। নরম হয়ে এলে নামিয়ে ঠান্ডা করুন। এরপর ছাঁকনির সাহায্যে আমের পিউরি তৈরি করে নিন।
এখন কড়াই ধুয়ে চিনি দিয়ে তাতে আমের পিউরিটি ঢেলে নাড়তে থাকুন। এ সময় চাইলে এক চিমটি সবুজ ফুড কালার ব্যবহার করতে পারেন। আর না করলেও সমস্যা নেই। কারণ এর স্বাদে কোনো হেরফের হবে না। কিছুক্ষণ পর গুঁড়া করে রাখা মসলা ও হালকা বিটলবণ দিয়ে নাড়তে থাকুন।
একটা বড় স্টিলের ছড়ানো প্লেটে অল্প পিউরি নিয়ে দেখুন ধীরে ধীরে গড়িয়ে পড়ছে কিনা। যদি গড়ায়, তাহলে চুলা নিভিয়ে দিন। আমের পিউরিটি এবার পছন্দমতো ছড়ানো পাত্রে নিয়ে রোদে কিংবা চুলোর আঁচে অথবা ফ্যানের নিচে ২-১ দিন রেখে শুকিয়ে নিন। আকর্ষণীয় দেখাতে কুলায় রোদে দিলে আলাদা একটি ডিজাইন তৈরি হবে, যা দেখতে সুন্দর লাগবে।
শুকানো আমসত্ত্ব তৈরি হয়ে গেলে পছন্দমতো সাইজে কেটে বা রোল করে কিংবা ইচ্ছামতো সাজিয়ে পরিবেশন করুন। ঠান্ডা কোনো স্থানে এয়ার টাইট বয়ামে রেখে সংরক্ষণ করে সারা বছর খেতে পারেন মুখরোচক এই আমসত্ত্ব।
প্রজন্ম নিউজ২৪টিপু
ঢাকার যে আসন থেকে আজহারীকে মনোনয়ন দিল জামায়াত
হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ভেঙে পড়েছে আ’লীগ ।
মৃত্যুদণ্ড আছে বিশ্বের ৫৫ দেশে, বাদ দিয়েছে ১১২টি দেশ
শেখ হাসিনার মামলার রায় ও প্রত্যর্পণ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বিশ্লেষণ
বিচারকের ছেলে হত্যাকারী কে এই লিমন?
যুদ্ধবিরতি লঙ্ঘন করেই গাজায় চলছে ইসরাইলি আগ্রাসন, নিহত ছাড়াল ৬৯ হাজার
খুলনায় আগে থেকেই গণসংযোগে জামায়াত, মাঠে নামল বিএনপিও
৯ হাজার তরুণকে প্রশিক্ষণের কারণ জানালেন উপদেষ্টা আসিফ
মামদানির জয়ে নিউইয়র্কে সার্বভৌমত্ব হারিয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প