টি-টোয়েন্টিতে বাবর-রিজওয়ানকে একসঙ্গে চান না তিনি

প্রকাশিত: ০২ মে, ২০২৫ ০১:০৮:৫৭

টি-টোয়েন্টিতে বাবর-রিজওয়ানকে একসঙ্গে চান না তিনি

প্রজন্মডেস্ক : বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান মিলে পাকিস্তানকে অনেক সাফল্য এনে দিয়েছেন। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে দুজনের জুটি বড় রানের জন্য বিখ্যাতই ছিল। তবে শেষ অনেক দিন ধরে তাদের ব্যাটে রান নেই। যার ফলে বেশ সমালোচনার মুখে পড়তে হচ্ছে তাদের। এমনকি দল থেকেও বাদ দেওয়া হয়েছিল তাদের একজনকে!

বাবর তা শেষে দলে ফিরেছেন বটে। তবে দুজনকে একসঙ্গে পাকিস্তান টি-টোয়েন্টি দলে চান না পাকিস্তানের সাবেক পেসার সোহেল তানভীর। তিনি দুজনকে একসঙ্গে খেলানো নিয়ে প্রশ্নও তুলেছেন। 

তার মতে, দুজনের একই ধরনের ধীরগতির ব্যাটিং স্টাইল বর্তমান টি-টোয়েন্টি ক্রিকেটের সঙ্গে মানানসই নয় এবং দলের শুরুতেই চাপ তৈরি করে। একটি স্থানীয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেয়া এক আলোচনায় তানভীর বলেন, ‘বাবর ও রিজওয়ান দুজনই মানসম্পন্ন ব্যাটার। কিন্তু তাদের খেলার ধরন টি-টোয়েন্টির গতির সঙ্গে যায় না।’

তিনি জানান, তাদের ব্যাটিংয়ের ধরন মোটেও টি-টোয়েন্টি মাপের নয়। সোহেলের কথা, ‘তারা ইনিংসের মাঝামাঝি এসে হয়তো স্ট্রাইক রেট বাড়ায়, কিন্তু ততক্ষণে ম্যাচ অনেক সময় হাত থেকে বেরিয়ে যায়।’

তানভীরের অভিমত, পাকিস্তান এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারে বাবর-রিজওয়ানের এক জনের জায়গায় অন্য কাউকে খেলিয়ে। সাহিবজাদা ফারহান কিংবা অন্য কোনো আগ্রাসী ব্যাটসম্যানকে সুযোগ দিলে দল শুরুতেই গতি পেত, বিশ্বাস তার।

পাকিস্তানের বোলিং অনেক দিন ধরেই ছিল ফর্মের তুঙ্গে। তবে এবার ব্যাটারদের পারফর্ম করার পালা, অভিমত সোহেলের। তিনি বলেন, ‘বোলাররা আগের মতো ধারাবাহিক নয়। ফলে এখন ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে।’

তানভীর বাবর ও রিজওয়ানকে নিজেদের খেলার ধরণ বদলানোর পরামর্শ দিয়ে বলেন, ‘সব বলেই ছক্কা মারতে হবে এমন নয়। কিন্তু একটু বেশি ইন্টেন্ট দেখাতে হবে, পরিস্থিতি বুঝে খেলতে হবে।’

বিশেষ করে বাবর আজমকে উদ্দেশ্য করে তানভীর বলেন, ‘সে খুবই দক্ষ ব্যাটার। কিন্তু প্রশ্ন হলো, সে কি নিজেকে বদলাতে চায়? কোহলি বা উইলিয়ামসনের মতো ব্যাটাররাও তাদের গেমে পরিবর্তন এনেছে, বাবরও তা পারে।


প্রজন্ম নিউজ২৪টিপু

এ সম্পর্কিত খবর

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

নাটোর সদর -২ আসনে ৫ হাজারের অধিক মোটরসাইকেল নিয়ে জামায়াতের বিশাল মোটরসাইকেল শোডাউন

ডেমরায় জামায়াত মনোনীত প্রার্থীর সমর্থনে সমাবেশ ও মিছিল

গত ১০ বছর ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান কিছু করেনি জামায়াত : মির্জা ফখরুল

সাকিবকে ছাড়িয়ে দেশের সর্বাধিক টেস্ট উইকেট তাইজুলের

ভূমিকম্পে আহতদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন

বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক

লেবাননে হামলায় ১৩ হামাস যোদ্ধা নিহত, দাবি ইসরাইলের

ভূমিকম্প : রাজধানীতে রেলিং ভেঙে ৩ জন নিহত

ঠাকুরগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ