প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৫ ১২:৪৩:৩০
প্রজন্ম ডেস্ক: এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আজ মঙ্গলবার মাঠে নামছে বাংলাদেশ দল। ভারতের শিলংয়ে স্বাগতিকদের বিপক্ষে খেলবে টাইগাররা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে দুই প্রতিবেশীর লড়াই। এই ম্যাচ দিয়েই জাতীয় দলে অভিষেক হচ্ছে হামজা চৌধুরীর।
বাংলাদেশ আর ভারতের লড়াই এখন আর অন্য আট-দশটা সাধারণ ম্যাচের মতো নয়, উত্তেজনা আর শিহরণে গা যেন ছমছমে করে তুলে। বাড়তি এই উন্মাদনা আটকে নেই শুধু ক্রিকেটে।
পরিসংখ্যান কিংবা র্যাঙ্কিং- সব দিক থেকে ভারত যদিও এগিয়ে বহুগুণে। তবুও দু’দলের লড়াইটা হয় বেশ। তবে এই ম্যাচের উত্তেজনা আরো বাড়িয়ে তুলেছেন হামজা।
ইংলিশ প্রিমিয়ার লিগ এই ফুটবলার কিছুদিন আগেই যোগ দিয়েছেন বাংলাদেশ শিবিরে। আজ ভারত ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে তার। প্রথমবারের মতো লাল-সবুজের জার্সি পড়ে মাঠে নামবেন তিনি।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী বাংলাদেশ দলে যোগ দেয়াতে তুমুল উত্তেজনা শুরু করেছে ভারত দলেও। রীতিমতো তোলপাড় চলছে দক্ষিণ এশিয়ান ফুটবলাঙ্গনে। এই অঞ্চলের জন্য যা বিরল ঘটনাই বটে।
বড় তারকার তকমা নিয়ে মাঠে নামতে যাওয়া হামজার সামনে আছে বড় চ্যালেঞ্জও। প্রায় দুই যুগের হতাশা ঘোচাতে হবে তাকে। ফুরোতে হবে দীর্ঘ ২২ বছরের অপেক্ষা। ২০০৩ সালের পর ভারতকে যে কখনো হারাতে পারেনি বাংলাদেশ।
শক্তিমত্তা বা পরিসংখ্যান, সব দিক থেকেই বাংলাদেশের চেয়ে এগিয়ে ভারত। দু’দলের ৩১ বারের মুখোমুখি দেখায় ভারতের জয় ১৬ ম্যাচে, বাংলাদেশের জয় ৩টি, বাকি ১২ ম্যাচ ড্র হয়েছে।
সেই পরিসংখ্যানে পরিবর্তন আনতে যথাসাধ্যই চেষ্টা করবে বাংলাদেশ। সোমবার সন্ধ্যায় মূল মাঠে প্রস্তুতি সেরেছে তারা। এর আগে এই ম্যাচকে সামনে রেখে ঢাকা ও সৌদি আরব মিলিয়ে ২৪ দিন অনুশীলন করেছে বাংলাদেশ দল।
প্রজন্ম নিউজ২৪/ওবাইদুল ইসলাম
এবার চাঁদাবাজির মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানো হলো
যে কারণে চট্টগ্রামের ৫০ কারখানা সাময়িক বন্ধ
আবারও কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও
টিউলিপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, যা বলল যুক্তরাষ্ট্র
সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে বিএনপি
লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ
আজ ঢাকায় আসছে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল
বর্ষবরণ অনুষ্ঠানে যুবদলের হামলা, মূল অভিযুক্ত বললেন, ‘আমাদের ভুল হয়ে গেছে’