প্রকাশিত: ০৯ জুন, ২০২৪ ১২:১০:১৫
নিখোঁজ
আমিমুল এহসান নাজিফ
যদি সেথা হারাই,
যেথা হতে ফিরেনা তরী।
যদি চিরতরে যাই,
কখনো না ফিরি।
যদি এমন কোথাও যাই,
যেথা হতে না আসি।
যদি শুনতে না পাই,
কারো আবদারের বাঁশি।
তবে কি এমন হবে কখনো?
আমাকে কেউ খুঁজবে তখনো!
তখনো কি কেউ অপেক্ষার প্রহর গুনবে?
শূন্যতায় প্রতিনিয়ত পুড়বে!
তখনো কি জ্যোৎস্নার আলোতে
খুঁজে বেড়াবে কেউ?
মোর তরীর অপেক্ষাতে
নাচবে কি ঢেউ?
তখনো কি হবে কেউ
ক্ষত-বিক্ষত?
মোর তরে ছিল তাদের
আবদার কতো শতো!
তখনো কি আসবে ঢেউ,
তরীহীন তীরে?
খুঁজে বেড়াবে হন্যে হয়ে
মহাকালের ধারে!
না!না! আমি আসবনা কভু ফিরে,
হারিয়ে গেছি চিরতরে।
মোর দর্শন পাবেনা কেউ,
কোটি মানুষের ভিড়ে!
প্রজন্মনিউজ২৪/মুশ
ছাত্র-জনতার মিছিলে গুলি এপিবিএন সুজন ৩ দিনের রিমান্ডে
বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু হতে ২০২৬
পবিপ্রবিতে দিনব্যাপী ক্রয় এবং আর্থিক ব্যবস্থাপনা কর্মশালা
হল উদ্ধার নিয়ে ভূয়া তথ্য ছড়াচ্ছে জবি শিক্ষার্থী বকর
আমেরিকার ব্রিফিংয়ে বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির প্রসঙ্গ
ভারতে ফের মাস্ক পড়া বাধ্যতামূলক
২৬ তারিখ কী ঘটবে, তাহলে ২৬ তারিখে সবাই কোটিপতি হতে যাচ্ছে !
একে অপরে বিশ্বাস নেই ভারত ও পাকিস্তানিদের, ব্যতিক্রম বাংলাদেশিরা