প্রকাশিত: ০৯ জুন, ২০২৪ ১২:১০:১৫
নিখোঁজ
আমিমুল এহসান নাজিফ
যদি সেথা হারাই,
যেথা হতে ফিরেনা তরী।
যদি চিরতরে যাই,
কখনো না ফিরি।
যদি এমন কোথাও যাই,
যেথা হতে না আসি।
যদি শুনতে না পাই,
কারো আবদারের বাঁশি।
তবে কি এমন হবে কখনো?
আমাকে কেউ খুঁজবে তখনো!
তখনো কি কেউ অপেক্ষার প্রহর গুনবে?
শূন্যতায় প্রতিনিয়ত পুড়বে!
তখনো কি জ্যোৎস্নার আলোতে
খুঁজে বেড়াবে কেউ?
মোর তরীর অপেক্ষাতে
নাচবে কি ঢেউ?
তখনো কি হবে কেউ
ক্ষত-বিক্ষত?
মোর তরে ছিল তাদের
আবদার কতো শতো!
তখনো কি আসবে ঢেউ,
তরীহীন তীরে?
খুঁজে বেড়াবে হন্যে হয়ে
মহাকালের ধারে!
না!না! আমি আসবনা কভু ফিরে,
হারিয়ে গেছি চিরতরে।
মোর দর্শন পাবেনা কেউ,
কোটি মানুষের ভিড়ে!
প্রজন্মনিউজ২৪/মুশ
গাজীপুরে বিএনপি প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
বিজয় দিবসে জবি শিবিরের ব্যতিক্রমী নৌ র্যালি
আনিস আলমগীরকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখাল পুলিশ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিদেশি চার পিস্তল উদ্ধার
লন্ডনে তারেক রহমানের জনসভা মঙ্গলবার
সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি