প্রকাশিত: ০৯ জুন, ২০২৪ ১২:১০:১৫
নিখোঁজ
আমিমুল এহসান নাজিফ
যদি সেথা হারাই,
যেথা হতে ফিরেনা তরী।
যদি চিরতরে যাই,
কখনো না ফিরি।
যদি এমন কোথাও যাই,
যেথা হতে না আসি।
যদি শুনতে না পাই,
কারো আবদারের বাঁশি।
তবে কি এমন হবে কখনো?
আমাকে কেউ খুঁজবে তখনো!
তখনো কি কেউ অপেক্ষার প্রহর গুনবে?
শূন্যতায় প্রতিনিয়ত পুড়বে!
তখনো কি জ্যোৎস্নার আলোতে
খুঁজে বেড়াবে কেউ?
মোর তরীর অপেক্ষাতে
নাচবে কি ঢেউ?
তখনো কি হবে কেউ
ক্ষত-বিক্ষত?
মোর তরে ছিল তাদের
আবদার কতো শতো!
তখনো কি আসবে ঢেউ,
তরীহীন তীরে?
খুঁজে বেড়াবে হন্যে হয়ে
মহাকালের ধারে!
না!না! আমি আসবনা কভু ফিরে,
হারিয়ে গেছি চিরতরে।
মোর দর্শন পাবেনা কেউ,
কোটি মানুষের ভিড়ে!
প্রজন্মনিউজ২৪/মুশ
টিউলিপের চিঠির বিষয়ে যা বললেন দুদক চেয়ারম্যান
সেজ্জিল-২: যে ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দুঃস্বপ্ন
যুদ্ধবিরতি ভেঙে ‘মিসাইল হামলার’ অভিযোগ অস্বীকার করল ইরান
মার্কিন ঘাঁটিতে হামলার পর রুদ্ধশ্বাস মধ্যরাতে যা যা ঘটলো
জাদুঘরের সামনে বিডিআর সদস্যদের অবস্থান, ‘যমুনা’ ঘেরাওয়ের হুমকি
ইসরাইল হামলা বন্ধ করলে আমরাও হামলা চালাবো না: আরাগচি
ইরানকে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া: পুতিন
মার্কিন হামলার ‘কঠিন জবাব’ দেবে ইরান: আমির হাতামি
ইরানে হামলার উদ্দেশ্য নিয়ে যা বললেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী