প্রকাশিত: ১৩ মে, ২০২৪ ১১:২২:১২
নিজস্ব প্রতিনিধি: আমেরিকা যাওয়ার পথে মেক্সিকো সীমান্তে অসুস্থ হয়ে রুহুল আমিন (৩৫) নামে এক বাংলাদেশি মারা গেছেন। ওই প্রবাসী সংযুক্ত আরব আমিরাতে থাকতেন। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়।
১২ মে দুপুরে সোনাইমুড়ী পৌরসভার মেয়র নুরুল হক চৌধুরী এ তথ্য জানিয়েছেন। রুহুল আমিনের বাবার নাম হেদায়েত উল্যাহ। তার বাড়িতে মা, এক ভাই, এক বোন, স্ত্রী ও তিন মেয়ে রয়েছে।
সোনাইমুড়ী পৌরসভার মেয়র নুরুল হক চৌধুরী বলেন, দুবাই থেকে আমেরিকা যাওয়ার পথে রুহুল আমিন মেক্সিকো ও আমেরিকার সীমান্তে অসুস্থ হয়ে মারা গেছেন। সেখানে অবস্থানরত এক আত্মীয় বিষয়টি পরিবারকে জানিয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, রুহুল আমিন দীর্ঘদিন ধরে দুবাইতে ছিলেন। পরে আমেরিকা যাওয়ার স্বপ্নে অনেক টাকা ঋণ করেন। কিন্তু আমেরিকায় প্রবেশের আগেই মেক্সিকো সীমান্তে অসুস্থ হয়ে মারা যান। এখন তার মরদেহ দেশে আনতে জটিলতা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করছেন স্বজনরা।
প্রজন্মনিউজ২৪/আরাফাত
আশুলিয়ায় দুই পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষ, নিহত ১
আমেরিকার ব্রিফিংয়ে বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির প্রসঙ্গ
ভারতে ফের মাস্ক পড়া বাধ্যতামূলক
চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
একে অপরে বিশ্বাস নেই ভারত ও পাকিস্তানিদের, ব্যতিক্রম বাংলাদেশিরা
কুমিল্লায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩
সিলেটের কাউন্সিলর আফতাব হোসেনের ভাতিজার অবস্থা আশঙ্কাজনক
স্বৈরাচারের অবসান যেভাবে হয় ও জুলুমতন্ত্রকে একই ভাবে হটাতে হবে