রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৯ মাসে পূরণ হয়নি

প্রকাশিত: ০৩ এপ্রিল, ২০২৪ ০৪:০৮:০৮

রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৯ মাসে পূরণ হয়নি

অনলাইন ডেস্ক: চলতি (২০২৩-২৪) অর্থবছরে জুলাই থেকে মার্চ পর্যন্ত ৪,৬২৬ কোটি ডলারের পণ্য রপ্তানি করার লক্ষ্যমাত্রা থাকলেও রপ্তানি হয়েছে ৪,৩৫৫ কোটি ডলার। সেই হিসেবে গত ৯ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে কম হয়েছে ৫.৮৬ শতাংশ। 

তবে রপ্তানি আয়ের আয়ের লক্ষ্যমাত্রা পূরণ না হলেও ৯ মাসে প্রবৃদ্ধি হয়েছে ৪ শতাংশের বেশি।

গত ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৯ মাসে রপ্তানি হয়েছে ৪,১৭২ কোটি ডলারের পণ্য। গতকাল মঙ্গরবার বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এই হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করে।

চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ সময়ে তিন হাজার ৭২০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের একই সময়ের চেয়ে ৫.৫৩ শতাংশ বেশি। এ ছাড়া ৭৯ কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩.৬৫ শতাংশ কম।


প্রজন্মনিউজ২৪/এফএইচ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ