প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৪ ১১:২৬:০৬ || পরিবর্তিত: ০৩ মার্চ, ২০২৪ ১১:২৬:০৬
ইব্রাহিম কাওসার
আমি দূর সাহস দেখি না
তোমায় নিয়ে কাব্য রচনার,
দূর সাহস দেখি না'আমি,
কারণ তুমি প্রভুর তৈরি
এক নৈসর্গিক কাব্য।
আমি যখন তোমাকে নিয়ে
দু'চারটি লাইন লেখার চেষ্টা করি
আমি ব্যর্থ হই- হই লজ্জিত,
কারণ তুমি নিজেই'তো
এক জীবন্ত কাব্য।
আমি যখন তোমাকে নিয়ে
কল্পনার জগতে হারিয়ে যাই
তখন দেখতে পাই...
তোমার কোকিল কালো কেশ,
মুক্তা ঝড়া হাসি
কণ্ঠে মধুর তেলাওয়াত।
তোমার প্রতিটি জোড়া যেন
এক অপূর্ব ছন্দে গাঁথা।
তাই'তো আমি তোমায় নিয়ে
কাব্য রচনার দূর সাহস দেখি না।
আমি জানি, তুমি একদিন আসবে
শাবানের কোন এক গোধূলি বিকেলে,
বসন্তের ফুলের ঘ্রাণ
কোকিলের কুহু কুহু তান
তার অগ্রিম বার্তা নিয়ে আসে,
আমি থাকবো তোমার জন্য সেদিনের প্রতিক্ষায়- শত বছরের বিরামপুরের সেই বট বৃক্ষের ন্যায়।
তুমি আসবে আমার এই নির্সঙ্গ জীবনে প্রভুর রহমত হয়ে।
তুমি ধ্রুব তাঁরা হয়ে আসবে
আমার শূন্য কুঁঠিরে।
তুমি জোসনার আলো ছড়াবে
আমার অন্ধকার ভূবনে।
তুমি আসলেই হবে ঈমানের পূর্ণতা
তাই'তো এই হৃদয়ে এত বেকুলতা।
তুমি আসলেই হবে ষোলকলা পূর্ণ
আর আমি হবো ধন্য।
"আমার একরাশ শূণ্যতার মাঝে
তুমি হবে এক বিশাল পূর্ণতা"
"খুঁজি না তোমাকে সাতরঙা রংধনুতে
খুঁজি'তো ফুরকানের ৭৪ নং আয়াতে"।
"চাঁদ নয়, সূর্য নয়, নয় তুমি পাহাড়ি ঝর্ণা
যদি বলি ফুল তাহলে হবে ভুল
তুমি তোমার তুলনা"
তাই'তো আমি তোমায় নিয়ে
কাব্য রচনার দূর সাহস দেখি না।
প্রজন্মনিউজ২৪/এএন
ছাত্র-জনতার মিছিলে গুলি এপিবিএন সুজন ৩ দিনের রিমান্ডে
বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু হতে ২০২৬
শ্রম আইন সংশোধন করে শ্রমিকের অধিকার নিশ্চিত করুন- আতিকুর রহমান
পবিপ্রবিতে দিনব্যাপী ক্রয় এবং আর্থিক ব্যবস্থাপনা কর্মশালা
হল উদ্ধার নিয়ে ভূয়া তথ্য ছড়াচ্ছে জবি শিক্ষার্থী বকর
আশুলিয়ায় দুই পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষ, নিহত ১
ব্যাংক খাতের তারল্য সংকট উত্তরণে অর্থ সহায়তা চাওয়া হয়েছে
মির্জা আব্বাসকে হত্যাচেষ্টা, ৩ দিনের রিমান্ডে মেনন
আমেরিকার ব্রিফিংয়ে বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির প্রসঙ্গ
মাদকের গডফাদারদের ধরে আইনের আওতায় আনার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার