শরীয়তপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচের সমাপনী

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৪:৩২

শরীয়তপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচের সমাপনী

শরীয়তপুর প্রতিনিধি: মাতৃভাষা দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়। ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা রেখে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শরীয়তপুর পলিটেকনিক স্টুডেন্ট ক্লাব এর উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এ বছরও তিন দিনব্যাপী টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়। এতে চারটি দল অংশ নেয়। ২৪ শে ফেব্রুয়ারি শনিবার সকাল ১০.০০ ঘটিকার সময় স্থান শরীয়তপুর সদর উপজেলার দেওভোগ কেন্দ্রীয় মাঠ প্রাঙ্গনে ফাইনাল সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ক্যাম্পাস শাখা বনাম দেওভোগ পশ্চিম । তারা নির্ধারিত ১১ ওভারে ৮৬ রান করে। ৮৭ রানে টার্গেটে ব্যাট করতে নেমে ৮২ রানে অল উইকেট হয়। ২ বোল হাতে থাকতেই ৫ রানে দেওভোগ পশ্চিম জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। এছাড়া দুই পক্ষের টিমে বিভিন্ন জেলা ও বিভাগ থেকে খেলোয়াড় খেলায় অংশ নেয়।

প্রীতি ম্যাচে প্রধান অতিথি ইউথ অর্গানাইজেশন এর মহাপরিচালক আবু জাফর শাহিন । বিশেষ অতিথি স্টুডেন্ট ক্লাব এর সেক্রেটারি মুস্তাকিম মোনাজাত ।  সম্পাদক তারেক রহমান। আয়োজক কমিটি সদস্যগণ ক্রিকেট খেলা দেখতে আসা আগত দর্শনার্থীগ গণ। সঞ্চালনায় প্রীতি ক্রিকেট খেলার ম্যানেজিং কমিটি আলিফ শেখ, ইমরান হোসেন, নাহিদ। সভাপতিত্ব করেন শরীয়তপুর পলিটেকনিক স্টুডেন্ট ক্লাব ব্যবস্থাপক মানিক ইসলাম। 

প্রধান অতিথির বক্তব্যে বলেন ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমরা পালন করছি। ১৯৫২ সালের এই দিনে নিজেদের ভাষার অধিকার আদায়ের জন্য এদেশের মানুষ জীবন দিয়ে বিশ্বের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। তারা শাহাদাত বরণ করলেও যুগের পর যুগ ধরে তারা আমাদের মাঝে বেঁচে আছেন। এই প্রতিপাদ্য সামনে রেখে বিকেলে ইভেন্টে বিজয়ীদের মধ্যে সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।

ইউথ অর্গানাইজেশন ও শরিয়তপুর পলিটেকনিক স্টুডেন্ট ক্লাব ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই ক্রিকেট খেলার আয়োজন করা হয়।


প্রজন্মনিউজ২৪/এইচআরসি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ