আমরা কি মরে গেছি?: অর্থমন্ত্রী

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী, ২০২৪ ০৪:০৩:৫৫

আমরা কি মরে গেছি?: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক: বৈদেশিক ঋণ পরিশোধের চাপ প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, বিদেশি ঋণ পরিশোধের চাপ তো কিছুটা আছে। খুব যে বেশি চাপ আছে বিষয়টা ওইরকম না। ঋণ পরিশোধের জন্য আমরা কি মরে গেছি? বৃহস্পতিবার নগরীর শেরে বাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশে নিযুক্ত চিফ অব মিশন আব্দুস সাত্তার এসয়েড ও ইফাদের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে মন্ত্রী এসব কথা বলেন।

মূল্যস্ফীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, কিছুটা অস্বস্তি আছে। একটা কমে আরেকটা আবার বাড়ে। কী করবো জোর করে ধরে নামাবো? তবে একটু ধৈর্য্য ধরেন সব কিছু ঠিক হবে।

তিনি বলেন, ইফাদ হাল নদীতে রেনু পোনার উন্নয়নে দুই বিলিয়ন ডলার ছাড় করেছে। এমন কাজ সামনে আরও করবো। আইওএম বৈদেশিক মাইগ্রেন্ট নিয়ে কাজ করে। প্রবাসীদের আনা নেয়ার কাজ করে তারা। সামনে এই ধরনের সহায়তা তারা অব্যাহত রাখবে।


প্রজন্মনিউজ২৪/এফএইচ
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ