নোয়াখালীতে Youth Fair বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী, ২০২৪ ০৪:২৮:১৫ || পরিবর্তিত: ১১ ফেব্রুয়ারী, ২০২৪ ০৪:২৮:১৫

নোয়াখালীতে Youth Fair বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন

নোবিপ্রবি প্রতিনিধি: USAID ও DIPLOMACY INTERNATIONAL এর যৌথ প্রযোজনায় নোয়াখালীতে অনুষ্ঠিত হয় YOUTH FAIR। উক্ত অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও ভিডিও বার্তা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শনিবার (১১ফেব্রুয়ারি) নোয়াখালীর একটি অডিটোরিয়ামে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
চুড়ান্ত পর্বে মডারেটর  হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির মডারেটর  আফসানা মৌসুমি। বিচারক হিসেবে ছিলেন অভিষেক পাল,আলভি তনয় ও মেহেদি রহমান

উক্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান দলের সদস্যরা হলেন চৌধুরী তাহসিন হাবিব, মুসফিকা তাবাসসুম খানম, মোঃ আসিফ আহমেদ প্রধান।  রানার্স আপের দলের সদস্যরা হলেন, অয়ন ভৌমিক, মুবদি ইসলাম ও সায়মা। ডিবেটর অব দ্যা ফাইনাল নির্বাচিত হয় মুসফিকা তাবাসসুম।

শুক্রবার(১০ ফেব্রুয়ারী) বিতর্ক প্রতিযোগিতার প্রাথমিক পর্বে ৪ টি অংশগ্রহণ করে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ ডিবেট  টিম,নোয়াখালী টেক্সটাইল ডিবেট টিম ও নোয়াখালী সরকারি কলেজ ডিবেট টিম। চুড়ান্ত পর্বে উপনীত হয় নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ ডিবেট  টিম।

চ্যাম্পিয়ন দলের সদস্য চৌধুরী তাহসান হাবিব বলেন, প্রায় সাড়ে ৩ বছর পর পুনরায় সেই আগের জায়গায় ফিরে আসা- ডিবেটের স্টেজ। আবার মনে পড়ে গিয়েছিল সেই ডিবেট, মোশন, সংসদে প্রস্তাব পাশ করানোর জন্য কত শত যুক্তি, সেগুলো মগজের হাজারও নিউরনের প্যাঁচ থেকে বের করে নিয়ে আসা, আর দিনশেষে একটা জয়, অনুভূতিগুলো আবারও ভেসে উঠল।
 
মেডিকেল লাইফের প্রথম ডিবেট, কোন প্রেপ ছাড়াই টিম, আইটেম/ক্লাস শেষ করে সকালে বেরিয়ে পরা আর সারাদিনের ব্যস্ততা- ডিবেটটা জিততে হবে। জিতলামও, নিজের মেডিকেল কলেজের বিতার্কিক হিসেবে প্রথম এমন অর্জন, যা অত্যন্ত গর্বের। মেডিকেল এর শিক্ষার্থীরা সারাদিন শুধু পড়াশোনাই করে না, সব সমানে ব্যলান্স করতেও জানে তাই প্রমাণ করল আমাদের দল আমাউমেক-প্রদীপ্ত।

চ্যাম্পিয়ন দলের আরেকসদস্য মুশফিকা তাবাসুম বলেন,
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছি,যা যা ভুল করেছি আর যা যা শিখেছি  দিন শেষে তাই আমার ঝুলিতে রয়ে যাবে আজীবন। তবে চ্যাম্পিয়ন হতে পেরে ভালো লাগছে, একটা স্বীকৃতি কার না ভালো লাগে। 
ভবিষ্যতে এমন আরো সুযোগের অংশীদার হতে চাই।
সর্বশেষে আমার দলের সদস্য এবং আমাদের মেন্টর আদনান ভাই যাদের ছাড়া আসলে কিছুই অর্জন সম্ভব ছিল না তাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি।


প্রজন্মনিউজ২৪/এফএইচ

এ সম্পর্কিত খবর

ঢাবিতে মোদির কুশপুত্তলিকা দাহ

গাজীপুরে বিএনপি প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল

চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

বিজয় দিবসে জবি শিবিরের ব্যতিক্রমী নৌ র‍্যালি

চরফ্যাশনে জামায়াত কর্মীদের ওপর বিএনপির হামলা, আহত অর্ধশতাধিক

স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির

১৬ই ডিসেম্বর ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে খাইবার পাখতুনখোয়ায় ১৩ জন নিহত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ