নর্দান ইউনিভার্সিটি খুলনায় চলছে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট

প্রকাশিত: ১৬ জানুয়ারী, ২০২৪ ০৪:১৩:৪৯

নর্দান ইউনিভার্সিটি খুলনায় চলছে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট

নর্দান ইউনিভার্সিটি প্রতিনিধি: নর্দান ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনায় শুরু হয়েছে আন্তঃ বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪।

বিশ্ববিদ্যালয়ের আটটি বিভাগের অংগ্রহণে গত ১৩ জানুয়ারি নগরীর জোড়াগেটস্থ সি অ্যান্ড বি কলনীর মাঠে টুর্নামেন্টটি শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো: শাহ আলম । এ সময় আরো উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের প্রধান, ডেপুটি রেজিস্ট্রার ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। 

গেল ১৫ জানুয়ারি টুর্নামেন্টের খেলার সপ্তম ম্যাচে ব্যবসায় প্রশাসন (বিবিএ) ডিপার্টমেন্টের মুখোমুখি হয় সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ (জেএমসি)। খেলায় জেএমসি ডিপার্টমেন্ট বিবিএ ডিপার্টমেন্টকে ১২ রানে পরাজিত করে। ফলে, সপ্তম ম্যাচে সাংবাদিকতা বিভাগের জয় হয়।

খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো: শাহ আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা প্রয়োজন । এখান থেকে মাশরাফি সাকিবের মত বিশ্বসেরা খেলোয়াড় উঠে আসা সম্ভব। প্রতি বছরই বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবে বলে জানান তিনি।

আগামী ২১ জানুয়ারি ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে এ টুর্নামেন্ট।


প্রজন্মনিউজ২৪/এসআই
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ