বিজয়ী প্রার্থীরা যেখানে উদযাপন করতে ব্যস্ত সেখানে মিরপুরে সাকিবের অনুশীলন

প্রকাশিত: ০৮ জানুয়ারী, ২০২৪ ০৫:৩৯:২৬

বিজয়ী প্রার্থীরা যেখানে উদযাপন করতে ব্যস্ত সেখানে মিরপুরে সাকিবের অনুশীলন

অনলাইন ডেস্ক: নির্বাচনের রেশ কাটতে না কাটতেই ব্যাট-প্যাড নিয়ে মাঠে ফিরতে ব্যস্ত হয়ে পড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সোমবার (৮ জানুয়ারি) বিকেল ৩টার পর মিরপুরের ইনডোরে প্রবেশ করেন সাকিব। সেখানে তার আগেই উপস্থিত ছিলেন সাকিবের ছোট বেলার কোচ ও গুরু নাজমুল আবেদীন ফাহিম, ট্রেনার তুষার কান্তি হাওলাদার, বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম, ও চিকিৎসক মঞ্জুর হোসাইন।

গতকাল শেষ হয়েছে সাকিবের নির্বাচনী ব্যস্ততা। মাগুরা-১ আসনে নৌকা প্রতীকে ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাব প্রতীক নিয়ে নির্বাচন করা বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন পান মাত্র পাঁচ হাজার ৯৭৩ ভোট।

নির্বাচনে অন্য বিজয়ী প্রার্থীরা যেখানে উদযাপন করতে ব্যস্ত সময় পার করছেন। সেখানে আসন্ন বিপিএলে সর্বোচ্চ প্রস্তুতি নিতে মাঠে নেমে পড়েছেন তিনি। এই জন্যই হয়তো সাকিব বিশ্বসেরা।

আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের দশম আসর। এবারের আসরে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।


প্রজন্মনিউজ২৪/এইচআরসি
 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ