অবশেষে চিকিৎসকদের গাফিলতির জন্য প্রাণ গেল শিশু আয়ানের

প্রকাশিত: ০৮ জানুয়ারী, ২০২৪ ১২:৫২:৫০ || পরিবর্তিত: ০৮ জানুয়ারী, ২০২৪ ১২:৫২:৫০

অবশেষে চিকিৎসকদের গাফিলতির জন্য প্রাণ গেল শিশু আয়ানের

অনলাইন ডেস্ক: শিশু আয়ানের খাতনার জন্য তার বাবা মা তাকে রাজধানীর সাঁতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে শিশু আয়ান আহমেদকে সুন্নতে খাতনার জন্য অজ্ঞান করা হয়। সাত দিন অজ্ঞান থাকার পর অবশেষে শিশু আয়ান মারা গেছে। রোববার (৭ জানুয়ারি) দিবাগত রাতে তাকে মৃত ঘোষণা করা হয়।

গত ৩১ ডিসেম্বর সুন্নতে খাতনা করানোর জন্য আয়ানকে সাঁতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অভিভাবকদের অনুমতি ছাড়াই তাকে ফুল অ্যানেস্থেশিয়া (জেনারেল) দিয়ে সুন্নতে খাতনা করান চিকিৎসক। খতনা শেষ হওয়ার পর আয়ানের জ্ঞান না ফেরায় তাকে সেখান থেকে পাঠানো হয় গুলশান-২ এর ইউনাইটেড হাসপাতালে। সেখানে পিআইসিইউতে (শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্র) লাইফ সাপোর্টে রাখা হয়। এর সাতদিন পর গত রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আয়ানের মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের গাফিলতিকে দায়ী করেছেন বাবা শামীম আহমেদ। তিনি বলেন, এতদিন তারা মৃত্যুর বিষয়টি নিয়ে টালবাহানা করছিল। শেষে নির্বাচনের দিনকে টার্গেট করা হয়, যাতে গণমাধ্যমে বিষয়টি নিয়ে কম প্রচার পায়। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।


প্রজন্মনিউজ২৪/এইচআরসি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ