ক্লাসে নেকাব পরিধান করায় শিক্ষার্থীকে লাঞ্চিত করলেন শিক্ষক!

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৩ ০৪:৪৮:০১ || পরিবর্তিত: ২২ সেপ্টেম্বর, ২০২৩ ০৪:৪৮:০১

ক্লাসে নেকাব পরিধান করায় শিক্ষার্থীকে লাঞ্চিত করলেন শিক্ষক!

ক্যাম্পাস প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারী তিতুমীর কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের ক্লাসের প্রথম দিনেই নেকাব পরিহিত ছাত্রীকে হেনস্তা করেন কলেজের সহ-অধ্যক্ষ জনাব মহিউদ্দিন।
 
তিতুমীরে ইসলামিক স্টাডিজ বিভাগে ক্লাস চলাকালীন পরিদর্শনে আসেন  কলেজের সহ-অধ্যক্ষ জনাব মহিউদ্দিন। শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়ের এক পর্যায়ের নেকাব পরিহিত এক শিক্ষার্থীকে নেকাব খুলতে বলেন তিনি। ঐ শিক্ষার্থী নেকাব না খুললে এক পর্যায়ে তাকে রীতিমতো ধমক দিতে শুরু করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একই বিভাগের প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী বলেন, ভার্সিটির ক্লাসে প্রথম দিনের বাজে অভিজ্ঞতা শেয়ার করছি, ক্লাস চলাকালীন সহ-অধ্যক্ষ জনাব মহিউদ্দিন স্যার ভিজিটিং এ আসলেন। তো ক্লাস রুম দেখছিলেন শিক্ষার্থীদের সাথে সৌজন্য মূলক কথাবার্তা বলছিলেন। হটাৎ তিনি এক মেয়েকে বলে বসলেন নেকাব খুলতে, রীতিমতো ধমক দিচ্ছেলেন "এই মেয়ে মুখে ওটা কি লাগিছো সরাও" মেয়েকে দাড় করালেন সাথে অন্য মেয়েরাও ছিল, তো যেই মেয়েটিকে দাড় করিয়েছে তাকে বলছিলো "খুলছো না কেন তুমি? কি সমস্যা? বাসায় বাবার সামনে মুখ ঢেকে রাখো নাকি? শিক্ষকের সামনে কেন ঢেকে রাখছো?

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টে শতকরা ৭০ থেকে ৮০ % মাদরাসার স্টুডেন্ট রয়েছে, সেখানে ধর্মীয় বিধি বিধানের উপর শিক্ষকদের এমন আচরণ কাম্য না, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ধর্মীয় বিষয়াবলীর উপর এমন ন্যাক্কারজনক আচরণ কষ্টদায়ক।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে মেয়ে শিক্ষার্থীরা কতটা ঝামেলার সম্মুখীন হচ্ছে, এসব এতদিন খবরের পাতায় দেখলেও বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম দিনই তা স্বচক্ষে দেখলাম, যা কখনোই আশা করিনি। 

এ বিষয়ে উপাধ্যক্ষ প্রফেসর মহিউদ্দিন বলেন, ওরিয়েন্টেশন ক্লাসে আমি হিজাব পরিহিতা একটা মেয়েকে দেখে বলি, তোমার হিজাবটা কি খোলা যাবে? খুলোনা কেন ! মেয়েটি হিজাব না খুললে  তাকে বলি, তোমার বাবা-মায়ের সামনে তো হিজাব পড়ে থাকোনা । তাহলে আমাদের সামনে কেন? শিক্ষকেরা তো তোমার বাবার মতই।

হিজাব খুলতে মেয়েটাকে বাধ্য করিনি বলেও জানান এই উপাধ্যক্ষ।


প্রজন্মনিউজ২৪/এমএ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ