জবিতে রবীন্দ্র প্রয়াণ দিবস পালিত

প্রকাশিত: ০৬ অগাস্ট, ২০২৩ ০২:৪৭:০৯ || পরিবর্তিত: ০৬ অগাস্ট, ২০২৩ ০২:৪৭:০৯

জবিতে রবীন্দ্র প্রয়াণ দিবস পালিত

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম প্রয়ানদিবস পালিত হয়েছে। রবিবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনে সংগীত বিভাগের আয়োজনে এ দিবস পালিত হয়।

অনুষ্ঠানে বাংলা গানের রাগের তাৎপর্য বর্ণনার সূচনা বক্তব্য দেন সংগীতগুরু ড. আলী এফ এম রেজোয়ান। এরপর দেশ রাগ পরিবেশন করেন চতুর্থ আবর্তনের একজন শিক্ষার্থী।  

শিক্ষার্থীদের কন্ঠে শাস্ত্রীয়সংগীত, রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীতসহ বিভিন্ন আবর্তনের শিক্ষার্থীদের দশটি গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে ওঠে। গানের পাশাপাশ রবীন্দ্রনাথের কবিতার আবৃত্তি করেন বিভাগের শিক্ষার্থীরা। সমুখে শান্তিপারাবার/ ভাসাও তরণী হে কর্ণধার গানটি গাওয়া হয় সম্মেলকভাবে।

সংগীত বিভাগের চেয়ারম্যান ড. ঝুমুর আহমেদ বলেন, রবীন্দ্রনাথ এমন এক সার্বভৌম প্রতিভা যিনি মৃত্যু সম্পর্কে প্রাচীন দুটি সিদ্ধ রসকে ভেঙে দিয়েছিলেন। ভয় কিংবা বৈরাগ্য নয়, মৃত্যু সম্পর্কিত এক অনন্ত বিস্ময় আমাদের মনে জাগিয়ে তুলেছিলেন।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। জাতীয়-সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

প্রজন্মনিউজ২৪/এএস

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ