নর্থ লন্ডন ডার্বিতে মুখোমুখি টটেনহ্যাম-আর্সেনাল

প্রকাশিত: ১৫ জানুয়ারী, ২০২৩ ০৯:২৭:২৫

নর্থ লন্ডন ডার্বিতে মুখোমুখি টটেনহ্যাম-আর্সেনাল

নর্থ লন্ডন ডার্বিতে রোববার (১৫ জানুয়ারি) স্পারদের মাঠে আতিথ্য নেবে টেবিল টপার আর্সেনাল। টটেনহ্যাম হটস্পার অ্যারেনায় ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়। এর আগে রাত ৮টায় দুঃসময়কে পেছনে ফেলার লক্ষ্যে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে চেলসি। একই সময়ে ফুলহ্যামের বিপক্ষে লড়বে টেবিলের তিনে থাকা নিউক্যাসেল ইউনাইটেড।

আর্টেটার আর্সেনালের চলতি মৌসুমটা কাটছে স্বপ্নের মতোন। ইপিএলের আগের ১৭ ম্যাচে মাত্র একটা হার। এই গানারদের রুখবে কে? তবে নর্থ লন্ডন ডার্বির উত্তাপ বলে কথা। টটেনহ্যাম বিনা যুদ্ধে ছাড় দেবে না সেটা সবারই জানা।

ইতিহাসের ২০৭ নম্বর নর্থ লন্ডন ডার্বিতে আর্টেটার তুরুপের তাস গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। সাকাকে নিয়ে কিছুটা সংশয় ছাড়া এ ম্যাচে ফুল ফিট স্কোয়াডই পাচ্ছেন কোচ। দীর্ঘ বিরতির পর লিগে ফেরার অপেক্ষায় এমিল স্মিথ। তবে শুরুর একাদশে গ্যাব্রিয়েল জেসুসের না থাকাটা প্রায় নিশ্চিত।

অন্যদিকে শরতের আকাশের মতো বৃষ্টি-রোদের লুকোচুরি চলতি মৌসুমে টটেনহ্যামের পারফ্যামন্সে। নিয়মিত গোল পাচ্ছেন হ্যারি কেইন তবুও লিগ টেবিলে পাঁচ থেকে যেন ওপরে ওঠাই হচ্ছে না তাদের।

এ ম্যাচে ৩-৪-২-১ ফর্মেশনে দলকে খেলাতে পারেন অ্যান্তোনিও কন্তে। যেখানে মাংসপেশির চোটে দেহান কুলোসেভোস্কি পারবেন না খেলতে। তাইতো আক্রমণভাগে পেসিরিচ, কেইন, সনেই থাকছে ভরসা।

লন্ডনের দুই ক্লাবের রোমাঞ্চকর লড়াইয়ের উত্তাপ ছড়াচ্ছে আরেক ম্যাচেও। একটার পর একটা ম্যাচ হারে বিতর্ক আর ক্লান্তিতে ব্লুজ কোচ গ্রাহাম পটার। গুঞ্জন আছে এ ম্যাচ হারলে চাকরিটাও হারাতে হবে তার।

গুরুত্বপূর্ণ এ ম্যাচে শুরুর একাদশ কিংবা ফর্মেশনে পরিবর্তন আনতে পারেন পটার। লাল কার্ডে থাকছেন না নতুন সাইনিং ফেলিক্স, শুরুর একাদশে দেখা মিলতে পারে জর্জিনিও, হাকিম জিয়াশ, ফোফানাদের।

এদিকে চ্যাম্পিয়ন্স লিগের রেসে থাকা নিউক্যাসেলের ১৯তম রাউন্ডের বাধার নাম এ মৌসুমে জায়ান্ট কিলারের তকমা পাওয়া ফুলহ্যাম। নিজেদের সবশেষ পাঁচ ম্যাচে শতভাগ জয় ফুলহ্যামের। লিগে দু'দলের এর আগের ৪৭ দেখায় নিউক্যাসেলের ১৬ জয়ের বিপরীতে ২২ ম্যাচ জিতেছে কটেজার্স।


প্রজন্মনিউজ২৪/এ কে

এ সম্পর্কিত খবর

বগুড়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে ‘মাদক বিক্রেতার’ বিরুদ্ধে মামলা

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

চাঁদাবাজির অভিযোগে জবি ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতির বিরুদ্ধে মামলা

চাঁদাবাজির অভিযোগে জবি ছাত্রলীগ সিনিয়র সহ-সভাপতির বিরুদ্ধে মামলা

মুস্তাফিজ না থাকায় চেন্নাইয়ের কম্বিনেশন ভেঙে গেছে

টানা তৃতীয়বারের মতো লন্ডনের মেয়র সাদিক খান

যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচন: বড় বিপর্যয়ের মুখে ঋষি সুনাকের দল

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ

মিয়ানমারের পুরুষদের বিদেশে কাজ করতে বাধা দিচ্ছে জান্তা সরকার

বিশ্ব গনমাধ্যম সূচকে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ