উগান্ডার অধিনায়ক ‘মান-ইজ্জত’ বাঁচালো বাংলাদেশ অধিনায়কের

প্রকাশিত: ০৭ মে, ২০২৪ ১০:৪৩:৫২

উগান্ডার অধিনায়ক ‘মান-ইজ্জত’ বাঁচালো বাংলাদেশ অধিনায়কের

অনলাইন ডেস্ক: আর কিছুদিন পরই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। আসন্ন আসরে অংশ নেবে ২০ দল, যেখানে রয়েছে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডাও। জিম্বাবুয়ে, কেনিয়াকে পেছনে ফেলে এবারের বিশ্বকাপে জায়গা করে নেয় তারা। উগান্ডা সুযোগ পাওয়াতে বড় লজ্জা থেকে কোনোভাবে রক্ষা পেল বাংলাদেশ। বিশেষ করে, উগান্ডার অধিনায়ক যেন মান-ইজ্জত বাঁচালো বাংলাদেশ অধিনায়কের। 

এবারের টি-টেয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চলা ২০ দলের অধিনায়কদের মধ্যে ব্যাট হাতে সবচেয়ে কম স্ট্রাইক রেটের তালিকায় ১৯ নম্বরে আছেন বাংলাদেশের নাজমুল হাসান। টি-টোয়েন্টিতে টাইগার অধিনায়কের স্ট্রাইক রেট ১১১.০৬। তার নিচে আছেন শুধু উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা। তার স্ট্রাইক রেট ১০৭.৯৪। মাসাবা না থাকলে হয়তো তালিকার সবার তলানীতে থাকা লাগতো শান্তর। সেদিক থেকে বলা যায়, উগান্ডার অধিনায়ক বড় লজ্জা থেকেই বাঁচিয়েছে বাংলাদেশের অধিনায়ককে। 

উগান্ডার পরিবর্তে জিম্বাবুয়ে যদি সুযোগ পেতো তাহলে সবার তলানীতেই থাকা লাগতো বাংলাদেশ অধিনায়কের। কারণ, জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজার স্ট্রাইক রেট ১৩৩.৭৮। উগান্ডার অধিনায়ক মাসাবা মূলত একজন বোলার, যার কারণে ব্যাট হাতে খুব বেশি পারদর্শীও নন তিনি। 

২০ দলের অধিনায়কদের মধ্যে ব্যাট হাতে সবচেয়ে বেশি স্ট্রাইকরেট দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামের (১৫০.৬৭)। তালিকার দুইয়ে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েল (১৪৪.৮১)। ১৪৪.৬১ স্ট্রাইকরেট নিয়ে তালিকার তিনে ইংল্যান্ডের জস বাটলার। চারে ভারতের রোহিত শর্মা (১৩৯.৯৮)। পাঁচ রয়েছেন কানাডার সাদ বিন জাফর (১৩৯.২৭)। 


প্রজন্মনিউজ২৪/এএন

এ সম্পর্কিত খবর

ইসলামী আন্দোলনের ঢাকার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক বেলায়েত আর নেই

নোংরা পরিবেশে তৈরী হচ্ছিল ব্লু: বিএসটিআই এর জরিমানা

এখনই র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র

অবৈধ বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠাবে যুক্তরাজ্য

বাংলাদেশে আসছেন কুরুলুস উসমানের নায়ক

এবার ছোট ভাইকে ‘কুলাঙ্গার’ বললেন মির্জা কাদের

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ সেতুমন্ত্রীর

ডোনাল্ড লু ঘুরে যাওয়ার পর বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী

ফারাক্কা চুক্তির ২৮ বছর হলেও মিলছে না পানির ন্যায্য হিস্যা

সরকারের লোকদের লুটপাটের খবর বের হতে শুরু করেছে : রিজভী

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ