আমি চাচা নই: ইফতিখার

প্রকাশিত: ০৭ মে, ২০২৪ ০২:৩৮:৩১

আমি চাচা নই: ইফতিখার

নিজস্ব প্রতিনিধি: বয়স ৩৩ পেরিয়েছে। পাকিস্তান দলে ইফতিখার আহমেদ এখন সিনিয়র সদস্য। সবাই তাকে ডাকেন ‘চাচা’ বলে। কিন্তু এই চাচা ডাক সবসময় শুনতে ভালো লাগে? হার্ডহিটিং এই অলরাউন্ডার সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপে হাসতে হাসতে বললেন, ‘আমি চাচা নই, যুবক।’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের মিডল অর্ডারের অন্যতম স্তম্ভ ইফতিখার। জানান, তার চাচা হয়ে ওঠার পেছনের গল্প।

ইফতিখারের চাচা ডাক নামটা আসে মূলত পাকিস্তান অধিনায়ক বাবর আজমের কাছ থেকে। ম্যাচের সময় কতরকম ঘটনা ঘটে। সেই ঘটনারই এক পর্যায়ে বাবর তাকে ‘চাচা-ই-ক্রিকেট’ বলেছিলেন। তারপর থেকেই সেই ডাক ছড়িয়ে পড়ে চারদিকে।

ইফতিখার সেই গল্প জানাতে গিয়ে বলেন, ‘দেখুন মানুষ এই নাম বানিয়েছে, আর মানুষ কী বলছে, সেটাকে আমি খুব বেশি গুরুত্ব দেই না। এর পেছনে ছোট্ট একটা গল্প আছে। জিম্বাবুয়েতে একবার আমি বোলিং করছিলাম, ব্যাটিংয়ে ছিল টেলর (ব্রেন্ডন)। বল ঘুরছিল। আমি বাবরকে বললাম, মিডউইকেট থেকে ফিল্ডার সরিয়ে ডিপ স্কয়ার লেগে দিতে। কারণ যদি সে (টেলর) মিডউইকেটে বল হিট করতে যায়, বলের স্পিনের কারণে সেটা স্কয়ার লেগে যেতে পারে।’

‘বাবর তখন বলে, সে তো আপনাকে ছক্কা মেরে দেবে। আমি বলেছিলাম, কী আর হবে এটা তো একটা বলই মাত্র। তারপর সে ফিল্ডার বদল করে। পরের ডেলিভারিতেই টেলর হিট করে, সোজা স্কয়ার লেগে আউট হয়ে যায়।’

‘বাবর খুবই খুশি ছিল। সেই খুশিতে সে বলে উঠে 'আপনি হলেন চাচা-ই-ক্রিকেট'। আপনি খুবই তীক্ষ্মবুদ্ধির। সেই কথাটাই স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়ে এবং যখন আমি বাসায় ফিরি; সবাই বলতে থাকে চাচা-ই-ক্রিকেট, চাচা-ই-ক্রিকেট। আমি বুঝতে পারছিলাম না, কেন এসব হচ্ছে। মানুষ কেন এসব বলছে!’

পরে আসল ঘটনা ইফতিখার জানতে পারেন তার এক বন্ধুর কাছ থেকে। ইফতিখারকে এভাবে ‘চাচা’ বানিয়ে দিয়ে বাবর অবশ্য বেশ অস্বস্তিতেই।

একবার তিনি এই ব্যাপারে বলছিলেন, ‘মাঝেমধ্যে আমার খুব বিব্রত লাগে যে আমার জন্য ইফতিখার ভাই চাচা নামে পরিচিত হয়ে গেছেন। তবে মানুষ যে এটা উপভোগ করছে, এতে আমি খুশি।’

এমএমআর/এমএস

এ সম্পর্কিত খবর

ইসলামী আন্দোলনের ঢাকার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক বেলায়েত আর নেই

রাবিতে হিন্দু শিক্ষার্থীকে শিবির আখ্যা দিয়ে হত্যার হুমকি ছাত্রলীগ নেতার

সরকার দেশে নব্য বাকশালী শাসন কায়েম করেছে: ফখরুল

ডোনাল্ড লু ঘুরে যাওয়ার পর বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী

গাজায় পরিকল্পনা নিয়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর কটাক্ষ, কড়া জবাব নেতানিয়াহুর

ব্রহ্মপুত্র নদের ভাঙন ঠেকাতে স্বেচ্ছাশ্রমে বাঁশের বাঁধ

সরকারের লোকদের লুটপাটের খবর বের হতে শুরু করেছে : রিজভী

দুই বছর পর পূর্ণাঙ্গ কমিটি পেল বেরোবি ছাত্রলীগ

 ফিলিস্তিন রাষ্ট্র গঠনে তৎপরতা

জেলায় জেলায় ডাকাতি করা তাদের নেশা, অবশেষে ধরা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ