প্রকাশিত: ২৪ জানুয়ারী, ২০১৯ ০৪:৩৯:৪৩ || পরিবর্তিত: ২৪ জানুয়ারী, ২০১৯ ০৪:৩৯:৪৩
৩য় বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ফার্ম ফ্রেশ চিলড্রেনস ডে। আকিজ ফুড এন্ড বেভারেজ লিঃ এর ব্র্যান্ড ম্যানেজার তুহিন সুলতানা জানান, সব শিশুদের সমান অধিকারের কথা ভেবেই এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। এবার প্রথমবারের মত Differently Able শিশুদের জন্য থাকছে বিশেষ আয়োজন স্পেশাল গেমস, স্টেজ পারফরমেন্স ও তাদের পরিচালনায় ওপেন কুকিং স্টেজ।
দেশের কোন অনুষ্ঠানে এই ধরনের সুযোগ এবারই প্রথম, যা কিনা নিঃসন্দেহে প্রশংসনীয়। এর আগে Differently Able শিশুদের নিয়ে পৃথক ভাবে নানা কর্মসূচীর আয়োজন করা হলেও, একই অনুষ্ঠানে সকল শিশুর অংশগ্রহনের সুযোগ নিয়ে এই প্রথম ফার্ম ফ্রেশ চিল্ড্রেনস ডে-র পরিকল্পনা করা হয়েছে।

এ অয়োজনে পি.এফ.ডি.এ ভোকেশনাল ট্রেনিং সেন্টারের সকল Differently Able শিশুরা অংশগ্রহণ করছে। ফার্ম ফ্রেশ চিলড্রেনস ডে তে Differently Able শিশুদের জন্য বিশেষ আয়োজন রাখার জন্য পি.এফ.ডি.এ চেয়ারম্যান, সাজিদা রহমান ড্যানি আকিজ ফুড এন্ড বেভারেজ লিঃ কে সাধুবাদ জানিয়েছেন।
ফার্ম ফ্রেশ বিশ্বাস করে কোনো শিশুই নয় আলাদা, সবাই খেলবে বাধাহীন ভাবে। শিশুদের কাছ থেকে খেলাধুলার অধিকার কেউই কেড়ে নিতে পারে না। আর তাই, এই যান্ত্রিক শহর আর কংক্রীটের জঞ্জাল থেকে ওদের মুক্তি দিয়ে মন খুলে হৈ চৈ আর খেলাধুলায় মেতে উঠতে ফার্ম ফ্রেশ প্রতিবারের মতো এবারও আয়োজন করেছে ফার্ম ফ্রেশ চিলড্রেনস ডে।
এখানে থাকছে পুতুল নাচ, সিসিমপুর, সার্কাস, আর্ট কম্পিটিশন, ৩উ মুভি, ৩উ বায়োস্কোপ, গ্রামীণ ঐতিহ্য, কিডস বুক স্টল, ফটো জোন, নিউট্রিশন বুথ, গেম জোন, ওপেন কুকিং স্টেজ, ফান রাইড জোন।
আগামী ২৫ ও ২৬ জানুয়ারি ধানমন্ডির কলাবাগান মাঠে সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে শিশুদের এই বিশেষ আয়োজন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। তবে প্রতিযোগিতায় অংশ নিতে রেজিস্ট্রেশন করতে হবে।
প্রজন্মনিউজ২৪/রাশেদ মোবারাক
নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন মামদানি
সাক্ষী না আসায় ফের পেছাল সাক্ষ্যগ্রহণ
যেসব জেলায় হতে পারে বজ্রসহ ভারী বৃষ্টি
২৩৭ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত, কোন আসনে কে?
বিএনপি নেতার কার্যালয়ে বোমা হামলা ও নিহতের ঘটনায় বিক্ষোভ
প্রাথমিকে থাকছেনা সঙ্গীত ও শারীরিক শিক্ষক
১০৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত হচ্ছে, ফাইলে প্রধান উপদেষ্টার স্বাক্ষর
গার্মেন্টস শ্রমিদের বিক্ষোভ,তীব্র যানজট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে