প্রকাশিত: ০৯ ডিসেম্বর, ২০২৫ ০৮:১৫:৪৯ || পরিবর্তিত: ০৯ ডিসেম্বর, ২০২৫ ০৮:১৫:৪৯
প্রজন্ম ডেস্ক:
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনে দলের মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি ইতিহাস, একটি প্রতিষ্ঠান, জাতীয় অভিভাবক। তিনি শুধু বিএনপির সম্পদ নন, বরং জাতির সম্পদ।
তিনি বলেন, ১৯৯০ সালের ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার পতনের পর জনগণই তার প্রতিদান স্বরূপ ১৯৯১ সালে ভোট দিয়ে তাকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে কাঁঠালিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে মাধবদী থানা, পৌরসভা ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খায়রুল কবির খোকন বলেন, পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার জনগণের টাকা লুটপাট করেছে। আঙুল ফুলে কলা গাছ না, আঙুল ফুলে বটগাছ হয়েছে তাদের। বাংলাদেশ ব্যাংক লুট, শেয়ারবাজার লুট, বেগমপাড়া তৈরি, সবই পতিত সরকারের অপকর্মের নমুনা। বিদেশের সুইস ব্যাংকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত, জেলা বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনুসহ দলীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল ও সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে আয়োজন শেষ হয়।
প্রজন্ম নিউস ২৪
বেগম খালেদা জিয়া জাতির সম্পদ : খোকন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের দুই গাড়িসহ ১৯০ শতাংশ জমি জব্দ
জনগণ চাঁদাবাজ-সন্ত্রাসকে ভোট দিতে চায় না: ফয়জুল করীম
হাইকোর্টসহ আশপাশের এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ
প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চেয়েছেন সিইসি
রোকেয়া পদক পেলেন নারী দলের ফুটবলার ঋতুপর্ণা
ঢাকায় আর্জেন্টিনা–ব্রাজিলের ম্যাচ স্থগিত
ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আবদুল্লাহ
ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ মহাসচিবের কড়া নিন্দা
দুর্নীতিবাজদের প্রতি ঘৃণার সংস্কৃতি গড়ে তুলতে হবে : অর্থ উপদেষ্টা