ঈদ করতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বিসিবি সভাপতি বুলবুল

প্রকাশিত: ০৩ জুন, ২০২৫ ০৫:১১:২৭

ঈদ করতে অস্ট্রেলিয়া যাচ্ছেন বিসিবি সভাপতি বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঈদুল আজহা উপলক্ষে অস্ট্রেলিয়া যাচ্ছেন। মঙ্গলবার রাতে ঢাকা ছাড়বেন তিনি। অস্ট্রেলিয়ায় রয়েছে তার স্ত্রী ও দুই সন্তান। পরিবারের সঙ্গেই এবারের ঈদ উদযাপন করবেন এই সাবেক ক্রিকেটার।

দীর্ঘ এক যুগের বেশি সময় অস্ট্রেলিয়ায় কাটিয়েছেন বুলবুল। সেখান থেকেই আইসিসির গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব পালন করেছেন। বিসিবির দায়িত্ব নেওয়ার আগে তিনি নিয়মিত অস্ট্রেলিয়া ও দুবাই যাতায়াত করতেন পেশাগত কারণে। যদিও এখন বাংলাদেশেই তার অবস্থান, তবে পরিবারের সঙ্গে সময় কাটাতে ঈদের সময়টাতে ফিরছেন অস্ট্রেলিয়ায়।


বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ৭ জুন, তবে অস্ট্রেলিয়ায় ঈদ উদযাপিত হবে একদিন আগেই ৬ জুন। তাই আগেভাগেই যাত্রা শুরু করছেন বিসিবি সভাপতি। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বুলবুল বলেন, ‘মঙ্গলবার রাতে অস্ট্রেলিয়া যাবো ইনশাআল্লাহ। আশা করছি, ঈদের সপ্তাহখানেক পরই দেশে ফিরবো। তবে ১৪ জুন আইসিসির একটি মিটিং আছে। সেখানে যোগ দিতে হতে পারে। সেক্ষেত্রে হয়তো ১৮ জুন ফিরবো।’

গত ৩০ মে বিসিবি সভাপতির দায়িত্ব পান আমিনুল। দায়িত্ব নিয়েই দ্রুত সক্রিয় হয়ে ওঠেন ক্রিকেটীয় কার্যক্রমে। বোর্ডে নিজের অবস্থান পরিষ্কার করে জানিয়ে দেন, দেশের প্রতিটি অঞ্চলে ক্রিকেট বিস্তারের লক্ষ্যেই তিনি কাজ করতে চান।

আইসিসির হয়ে দীর্ঘদিন মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থেকে বুলবুল জানেন, ক্রিকেটকে জাতীয় পর্যায়ে নিতে হলে গ্রাসরুটে বিনিয়োগ জরুরি। তাই আঞ্চলিক কাঠামোর মাধ্যমে তিনি ক্রিকেট পরিচালনার কথা ভাবছেন, যাতে বিভাগীয় শহরকেন্দ্রিক না থেকে প্রত্যন্ত এলাকার সম্ভাবনাময় খেলোয়াড়েরাও সুযোগ পায়।

এ সম্পর্কিত খবর

নাটোর সদর -২ আসনে ৫ হাজারের অধিক মোটরসাইকেল নিয়ে জামায়াতের বিশাল মোটরসাইকেল শোডাউন

ডেমরায় জামায়াত মনোনীত প্রার্থীর সমর্থনে সমাবেশ ও মিছিল

ভূমিকম্পে আহতদের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন

ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল

মাভাবিপ্রবি ছাত্রশিবিরের নবীন উৎসব ও ক্যারিয়ার গাইডলাইন

ইসির সংলাপ এখনও ডাক পায়নি জাপা ও ১৪ দল শরিকরা

শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী ও পুলিশের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা।

ঢাকার যে আসন থেকে আজহারীকে মনোনয়ন দিল জামায়াত

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ভেঙে পড়েছে আ’লীগ ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের শেষ দিন আজ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ