জাবি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের হেল্প ডেস্কে বহিরাগত সন্ত্রাসীদের হামলা, আহত ৫

প্রকাশিত: ৩১ মে, ২০২৫ ০৪:৪১:৫১

জাবি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের হেল্প ডেস্কে বহিরাগত সন্ত্রাসীদের হামলা, আহত ৫

ক্যাম্পাস প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের জন্য মোবাইল ও ব্যাগ ফ্রিতে রাখার সুযোগ করে দেয়ায় রংপুরে ইসলামী ছাত্রশিবিরের একটি হেল্প ডেস্কে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন ।

শনিবার সকালে রংপুরে কারমাইকেল কলেজের উপ-পরীক্ষা কেন্দ্র পুলিশ  লাইন্স স্কুল এন্ড কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত পরীক্ষার্থীদের সহযোগিতা করতে শিবিরের কর্মীরা একটি সহায়তা কেন্দ্র (হেল্প ডেস্ক) স্থাপন করেন। সেখানে পরীক্ষার্থীদের মোবাইল ফোন ও ব্যাগ বিনামূল্যে রাখার সুবিধা দেয়া হচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, হঠাৎ করে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হেল্প ডেস্কে হামলা চালায়। তারা শিবির কর্মীদের মারধর করে এবং পরীক্ষার্থীদের ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেয়। হামলায় অন্তত পাঁচজন আহত হন, যাদের মধ্যে কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের একজন কর্মকর্তা জানান, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এদিকে হামলার নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেছে ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগর শাখা।

এ বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায় নি।


প্রজন্মনিউজ/২৪ মোঃ তারিকুল ইসলাম তাজ 
কারমাইকেল কলেজ রংপুর

 

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ