প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৫ ০২:০৭:৩২
প্রজন্ম ডেস্ক: বাংলাদেশ, নেপাল, ভুটান ও ভারতের বিজনেস হাব (বাণিজ্যের সিংহদ্বার) হবে ঠাকুরগাঁও উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন বলেছেন, ‘নতুন বাংলাদেশ গড়ে তোলার অভিযাত্রায় জনগণ সুযোগ দিলে ঠাকুরগাঁও জেলাকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার মাধ্যমে স্বপ্নের ঠাকুরগাঁও হবে সমৃদ্ধ ও একটি মডেল জেলা। এজন্য প্রয়োজন সৎ, যোগ্য, দক্ষ ও আল্লাহভীরু নেতৃত্ব। সমাজের তৃণমুল থেকে শুরু করে ঠাকুরগাঁওয়ের সর্বোচ্চ নেতৃত্ব যদি সৎ, যোগ্য, দক্ষ ও আল্লাহভীরু মানুষের হাতে আসে তাহলেই কেবলমাত্র ঠাকুরগাঁও-কে সমৃদ্ধ ও নিরাপদ জেলায় পরিণত করা যাবে।’ এ ব্যাপারে তিনি ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
শুক্রবার (০৭ মার্চ) ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম আয়োজিত ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি, ভেঙ্গে পড়া শিক্ষা, স্বাস্থ্য, কৃষিখাত-সহ ঠাকুরগাঁওয়ের অবকাঠামো উন্নয়ন, নিরাপদ ঠাকুরগাঁও গঠনে নিজের ভাবনা তুলে ধরে বলেন, ‘আগামীতে ঠাকুরগাঁওয়ে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ সমৃদ্ধ বিশ্বমানের কর্মমূখী শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন, ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলোর মানোন্নয়ন ও অত্যাধূনিক চিকিৎসা সুবিধা সম্পন্ন হাসপাতাল স্থাপন এবং ঠাকুরগাঁওয়ে একটি মেডিক্যাল কলেজ হাসপাতাল স্থাপনের মাধ্যমে সকল নাগরিকের জন্য উন্নত ও সাশ্রয়ী চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। এছাড়াও ঠাকুরগাঁওয়ের কৃষিনির্ভর অর্থনীতিকে আরো গতিশীল করতে আধুনিক কৃষি প্রযুক্তির সংযোজন, কৃষি ইনস্টিটিউট প্রতিষ্ঠাসহ কৃষকদের সার্বিক সহায়তার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে। বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে বিসিক শিল্প নগরী প্রতিষ্ঠার মাধ্যমে বিদ্যুৎ, কৃষি, আইটি এবং অন্যান্য শিল্পখাতে সরকারি-বেসরকারি, দেশী-বিদেশী বিনিয়োগ নিশ্চিত করার মাধ্যমে যুব সমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা করা হবে।’
তিনি বলেন, ঠাকুরগাঁওয়ের অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে উন্নত যোগাযোগ ব্যবস্থা, বিমানবন্দর চালু করা, জাতীয় মানের বাজার তৈরি করা, নিরাপদ বিনোদন কেন্দ্র, পর্যাপ্ত মসজিদ ও উপাসনালয়, দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রসহ আধুনিক অবকাঠামো উন্নয়ন করা হবে। নিরাপদ ঠাকুরগাঁও গড়তে সমাজে মূল্যবোধের চর্চা, ন্যায় বিচার, স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ, সুস্থ বিনোদন ও সংস্কৃতির প্রসার এবং আইনশৃঙ্খলার উন্নিত করার মাধ্যমে শিশু, নারী, শ্রমিক, উপজাতি-সহ সকল ধর্ম ও শ্রেণির মানুষের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। প্রশাসনকে ব্যবহার করে রাজনৈতিক দলকে দমন-নিপীড়ন কিংবা রাজনৈতিক প্রতিহিংসা ঠাকুরগাঁওয়ে থাকবে না। জনগণকে বুঝতে হবে মানুষের তৈরি আইনে বিগত ৫৪ বছর দেশ পরিচালিত হয়েছে কিন্তু সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়নি, হবেও না। শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামী সমাজ বিনির্মাণ করতে হবে। এজন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজন।’
সভায় প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁওয়ের গুণীজন ইবনে সিনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক এবং ন্যাশনাল ডক্টরস’র সভাপতি অধ্যাপক ডা. মো: নজরুল ইসলাম বলেন, ‘ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম যেভাবে জেলার উন্নয়নে কাজ করছে তাদের কাজের প্রেরণা জোগাতে বিত্তবানদের এগিয়ে আসা উচিত।’
তিনি বলেন, ‘ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম একটি সামাজিক সংগঠন। যিনি এই সামাজিক সংগঠন সততা আর দক্ষতার সাথে পরিচালনা করতে পারেন, তিনি সমাজ ও দেশ পরিচালনাও করতে পারবেন। ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান দেলাওয়ার হোসেন নেতৃত্বের উপর আস্থা ও বিশ্বাস রাখা যায়।’
তিনি আরো বলেন, ‘আমি বিশ্বাস করি দেলাওয়ার হোসেনের নেতৃত্বে ঠাকুরগাঁও সমৃদ্ধ ও উন্নয়নশীল একটি জেলা হবে।’
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দফর সম্পাদক মো: সিবগাতুল্লাহ, নিউ ভিশন গ্রুপের ইসি চেয়ারম্যান মো: বেলাল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তমিজ উদ্দিন, ইবনে সিনা ট্রাস্টের সহকারী জেনারেল ম্যানেজার আমিনুর ইসলাম, গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, ঢাকাস্থ ঠাকুরগাঁও সদর উপজেলা কল্যাণ সমিতির সদস্য সচিব মোকসেদুল ইসলাম, ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি অব বিজনেস এ্যাগরিকালচার অ্যান্ড টেকনলজির সহকারী অধ্যাপক মো: সাদেকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, ঢাকা জজকোর্টের আইনজীবী কামরুজ্জামান, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম, ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুল-ঠাকুরগাঁওয়ের চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদ, প্রযুক্তি উদ্যোক্তা বুয়েটের সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ার ওয়ালী উল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে জাকির হোসেন ও আব্দুর রহমানের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেলাল হোসেন, অ্যাডভোকেট আমান আদিব, আসাদুজ্জামান গালিব, মওদুদ ইসলাম, মশিউদুল আমিন মুন্না, রবিউল ইসলাম, জামিল আহসান, জয়নুল ইসলাম প্রমুখ।
প্রজন্ম নিউজ২৪/ওবাইদুল ইসলাম
শিবিরকর্মী হত্যা মামলায় সাবেক পৌর মেয়র গ্রেফতার
পাচার হওয়া অর্থ ফেরাতে নতুন আইন আগামী সপ্তাহে : প্রেস সচিব
মালখানা থেকে ইয়াবা সরিয়ে বিক্রি করতেন এসপি রহমত
ছাত্রদলের প্রশংসা করে শিবির সভাপতির স্ট্যাটাস
পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
মাগুরার সেই শিশুটির ছবি-ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরাতে নির্দেশ
ভারত: রাজনাথ সিং বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায়
ছাত্রদল নেতার হাত-পায়ের রগ কাটলেন বিএনপি নেতারা