চুক্তি অনুযায়ী আরও ৬ জিম্মিকে ফেরত দিল হামাস

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী, ২০২৫ ০৮:৪১:১৩

চুক্তি অনুযায়ী আরও ৬ জিম্মিকে ফেরত দিল হামাস

প্রজন্ম ডেক্স: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ছয় ইসরায়েলি জিম্মিকে ফেরত দিয়েছে। আজ শনিবার নুসিরাত এবং রাফাহ থেকে পাঁচজনকে আনুষ্ঠানিকভাবে এবং একজনকে গাজার অন্য এলাকা থেকে ছেড়ে দেওয়া হয়। বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ৬০২ জন ফিলিস্তিনি মুক্তি পাবেন। এমনই খবর প্রকাশ করেছে আল জাজিরা, রয়টার্স ও বিবিসি।  

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, আজ শনিবার ছয় জিম্মিকে রেড ক্রসের হাতে তুলে দিয়েছে হামাস। তারা এখন ইসরায়েলের পথে রয়েছে। 


এদিকে এক বিবৃতিতে শিরি বিবাসের মরদেহ পেয়েছে বলে জানিয়েছে তার পরিবার। পরিবার বলেন, ‘আমাদের শিরিকে জিম্মি থাকা অবস্থায় হত্যা করা হয়েছে। কিন্তু এবার তার মরদেহ বাসায় ফিরেছে।’ তবে এখনও ইসরায়েলের ফরেনসিক বিভাগ এ বিষয়ে কিছুই বলেনি।

বিবিসির এক প্রতিবেদন বলছে, হামাস এ পর্যন্ত ১৯ জন জিম্মিকে মুক্তি দিয়েছে। এখনও হস্তান্তর করা হয়নি ১৪ জনকে। ইসরায়েলের দাবি, ১৪ জনের মধ্যে আটজন মারা গেছেন। অর্থাৎ, প্রথম দফায় ছয়জন ইসরায়েলিকে ফিরিয়ে দেবে হামাস।

এর আগে ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। সে চুক্তি অনুযায়ী, ছয় সপ্তাহের প্রথম ধাপে হামাস ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়। বিনিময়ে ইসরায়েলও তাদের জেলে আটক কয়েকশ ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেয়। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে মুক্তি দেওয়া এই ছয়জনই শেষ জিম্মি।


প্রজন্ম নিউজ ২৪/ এস এম রাজ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ