প্রকাশিত: ০৫ জানুয়ারী, ২০২৫ ১০:৪১:৫৩
প্রজন্ম ডেক্স: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন ভেঙে গেল ভারতের। সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হারার ফলে টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার আশা শেষ হলো কোহলি-বুমরাহ-পন্তদের। অন্যদিকে, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া টানা দ্বিতীয়বারের মতো ফাইনালের টিকিট নিশ্চিত করেছে।
এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়া শুধু ফাইনালে ওঠেনি, বরং ৩-১ ব্যবধানে সিরিজ জিতে পুনরুদ্ধার করেছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। ২০১৪-১৫ মৌসুমের পর এই প্রথমবারের মতো এই সিরিজ জিতেছে প্যাট কামিন্সের দল।
সিডনি টেস্টের ভাগ্য অনেকটাই নির্ধারিত হয়ে গিয়েছিল ভারতীয় দলের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫৭ রানে গুটিয়ে যাওয়ার পর। চতুর্থ দিনের সকালে ৬ উইকেটে ১৪১ রান নিয়ে ব্যাটিং শুরু করা ভারত প্রথম ঘণ্টাতেই বাকি ৪ উইকেট হারিয়ে ফেলে। তারা মাত্র ৭.৫ ওভারে স্কোরবোর্ডে যোগ করে আরও ১৬ রান। ফলে অস্ট্রেলিয়ার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৬২ রান।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই আক্রমণাত্মক ব্যাটিং করে অস্ট্রেলিয়ার দুই ওপেনার স্যাম কনস্টাস ও উসমান খাজা। মাত্র ২ ওভারে তারা স্কোরবোর্ডে যোগ করেন ২৬ রান। ইনিংসের ৩.৫ ওভারে ৩৯ রানের মাথায় প্রসিদ্ধ কৃষ্ণার বলে ২২ রান করা কনস্টাস আউট হন।
অস্ট্রেলিয়া ৬.২ ওভারে ৫০ রান পেরিয়ে যায়, তবে এরপর দ্রুত আরও দুটি উইকেট হারায়। প্রসিদ্ধ কৃষ্ণা একে একে তুলে নেন মার্নাশ লাবুশেন (৬) ও স্টিভেন স্মিথের (৪) উইকেট। তবে পথ হারায়নি অস্ট্রেলিয়া। উসমান খাজা (৪৫ বলে ৪১) ও ট্রাভিস হেডের দায়িত্বশীল ব্যাটিং দলকে এগিয়ে নিয়ে যায়। ১০৪ রানের মাথায় খাজা আউট হলেও হেড এবং বাউ ওয়েবস্টারের অপরাজিত জুটিতে ম্যাচ সহজেই জিতে নেয় স্বাগতিকরা। তারা ৫৩ বলে ৫৮ রান যোগ করেন। শেষ পর্যন্ত হেড ৩৮ বলে ৩৪ এবং ওয়েবস্টার ৩৪ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশনে ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আগামী ১১ জুন লর্ডসে শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।
প্রজন্মনিউজ২৪/এম বি
জামায়াতের সঙ্গে জোটের সুযোগ নেই, এনসিপির জন্য দরজা খোলা : সালাহউদ্দিন
ফেসবুক প্রোফাইল ও লাল কাপড় নিয়ে কেনো বিতর্ক: হ্যাশট্যাগ থেকে প্রেস রিলিজ—সব কিছুতেই শিবিরের অবদান
বিষাক্ত মাশরুম খাইয়ে শ্বশুর-শাশুড়ি-খালাকে হত্যা করেন এই নারী
ঝিনাইদহে বৃদ্ধকে বাঁচাতে ট্রাক খাদে নিয়ে গেলেন চালক
বিহারের রাজনীতিতে নতুন সমীকরণ, ওয়াইসির দলকে জোটে নেবেন রাহুল-লালু?
পাকিস্তানের সঙ্গে সংঘাতে যুদ্ধবিমানের ক্ষয়ক্ষতির জন্য কাকে দায়ী করলেন ভারতের সেনা কর্মকর্তা
দেশে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে একই সময়ে কারো মৃত্যু হয়নি।
২ বছর পর স্কোয়াডে নাঈম, যে কারণে নেই সৌম্য
ছাত্রদলের প্রস্তাবনাগুলোকেই অধিক প্রাধান্য দিয়েছে ঢাবি প্রশাসন: এস এম ফরহাদ