প্রকাশিত: ০৭ জুন, ২০২৪ ০১:১০:০৯
এনইউবিটিকে প্রতিনিধি: নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা (এনইউবিটিকে) ক্যাম্পাস সাংবাদিকদের আয়োজনে বার্ষিক দেশীয় ফল উৎসব ২০২৪ উদযাপিত।
বৃহস্পতিবার (০৬ জুন) বিকাল ৪ টাই খুলনা নগরীর শিববাড়িস্থ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে আল হাসান আকুঞ্জীর সভাপতিত্বে প্রোগ্রামে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, এনইউবিটি খুলনার রেজিস্ট্রার ড. মো. শাহ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএমসি বিভাগীয় প্রধান মুস্তাফিজুর রহমান রনি, ও প্রভাষক এম এম মুজাহিদ উদ্দিন সহ বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিক বৃন্দু।
আমাদের দেশে প্রাকৃতিকভাবেই মৌসুমি ফলের এক বিশাল সমারোহ আছে। দেশীয় ফলগুলো পুষ্টি ও গুণগত মানে অনন্য৷ নিয়মিত পুষ্টিকর ফল আমাদের শারীরিক ব্যাধি থেকে হাজারগুণ দূরে রাখে৷ ফল উৎসবে যেসব ফল রাখা হয় , আম, জাম, কাঁঠাল, লিচু, তরমুজ, পেয়ারা , কলা, সহ আরো বেশ কিছু দেশীয় ফল ।
ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এনইউবিটি খুলনার রেজিস্ট্রার ড. মো. শাহ আলম বলেন, সাংবাদিকতা একটি মহাৎ পেশা , বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা পাশাপাশি এই ধরণের এক্টিভিস্ট প্রসংসনীয়। বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ ও প্রচারে ক্যাম্পাস সাংবাদিকরা দেশ ও জাতীর জন্য ভূমিকা রাখবে।এছাও তিনি মৌসুমী দেশীয় ফল উৎসব আয়োজকদের ধন্যবাদ জানান।
প্রজন্মনিউজ২৪/ ই মি
ইসির সংলাপ এখনও ডাক পায়নি জাপা ও ১৪ দল শরিকরা
ড. ইউনূস সরকারের অধীনে এবারের নির্বাচন হবে
হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ভেঙে পড়েছে আ’লীগ ।
আসন্ন নির্বাচন দেশ ও জাতির জন্য টার্নিং পয়েন্ট : জামায়াত আমির
জকসুতে শিবিরের প্যানেল ঘোষণা- ভিপি পদে রিয়াজুল, জিএস আরিফ
শেখ হাসিনার মামলার রায় ও প্রত্যর্পণ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে বিশ্লেষণ
যেদিন গ্রেপ্তার সেদিন থেকে সাজা কার্যকর: অ্যাটর্নি জেনারেল
ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯