দুঃস্থ-অসহায় মানুষের ভাগ্য পরিবর্তনে প্রভাবশালীদের এগিয়ে আসতে হবে: ধর্মমন্ত্রী

প্রকাশিত: ০৩ জুন, ২০২৪ ১২:৩৩:১৭

দুঃস্থ-অসহায় মানুষের ভাগ্য পরিবর্তনে প্রভাবশালীদের এগিয়ে আসতে হবে: ধর্মমন্ত্রী

জাবির আহম্মেদ জিহাদ, জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি অনুদানের কয়েকটি কর্মসূচির অধীনে দুঃস্থ-অসহায় ও উপকারভোগী ৬০০ জনের মাঝে সরকারি যাকাত ফান্ড ও ধর্ম মন্ত্রণালয়ের স্বেচ্ছাধীন তহবিলের চেক, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীর অনুদান,  প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত আর্থিক অনুদানের চেক এবং বিভিন্ন প্রকল্পের কর্মীদের মাঝে চেক বিতরণ করা হয়।
শনিবার (১ জুন)  দুপুর ১ টার দিকে এই অনুষ্ঠানটি ইসলামপুর উপজেলার  আব্দুল বারী মন্ডল মিলনায়তনে সরকারি অনুদানের কয়েকটি কর্মসূচির অধীনে এই কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।
এতে ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান উপস্থিত ছিলেন।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দুঃস্থ-অসহায় মানুষের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন। সরকারের পাশাপাশি  দুঃস্থ-অসহায় মানুষের ভাগ্য পরিবর্তনে প্রভাবশালীদের  এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন।  
তার এই অঙ্গীকার বাস্তবায়ন করতে হলে সমাজের সর্বস্তরের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হবে। তাদের জীবনমান উন্নত করতে হবে। কাউকে পিছিয়ে রেখে উন্নত বাংলাদেশ গঠন সম্ভব নয়। 
এ কারণে সরকার নানামুখী সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত চিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের বাবুল,নবাগত উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আঃ সালাম,ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,অধ্যক্ষ জামাল আব্দুল নাছের চৌধুরী চার্লেছসহ প্রমুখ।


প্রজন্মনিউজ২৪/ ই মি

এ সম্পর্কিত খবর

নারীর প্রতি সহিংসতা কঠোর হাতে দমন করতে হবে : সালাহউদ্দিন

ফুটপাত দখলকে কেন্দ্র করে হকারকে ঢাকা কলেজ ছাত্রদল নেতার মারধরের অভিযোগ

বাংলাদেশ, নেপাল, ভুটান ও ভারতের বিজনেস হাব হবে ঠাকুরগাঁও : দেলাওয়ার হোসেন

নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারাবদ্ধ

‘ক্ষমতায় এলে নারীদের নিরাপত্তায় নতুন যুগের সূচনা করবে বিএনপি’

বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে নারীরা সম্মুখ সারিতে ছিল : প্রধান উপদেষ্টা

আওয়ামী ফ্যাসিস্টদের ‘হেডকোয়ার্টার’ কলকাতা

পুলিশ লাঞ্ছিত হলে সর্বোচ্চ শক্তিপ্রয়োগ

প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির প্রস্তাবে সম্মত ইইউ নেতারা

খাগড়াছড়িতে মা-বাবাকে কুপিয়ে জখম, ছেলে আটক

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ