তিস্তা ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৪ ০৪:৫৫:৫০

তিস্তা ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন

বেরোবি প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে তিস্তা ইউনিভার্সিটি, রংপুর-এ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রোববার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯ টায় ইউনিভার্সিটি ক্যাম্পাসে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপর সকাল সাড়ে ১০টায় ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব মোঃ আশরাফুল আলম আল-আমিন ও ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.মু আবুল কাসেম-এর নেতৃত্বে নগরীর বঙ্গবন্ধু চত্বরে (ডিসি মোড়) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর মুর‌্যাল ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন তিস্তা ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য-সচিব জনাব মোঃ রবিউল ইসলাম মৃদুল, ট্রেজারার প্রফেসর সঞ্জীব চৌধুরী, রেজিস্ট্রার জনাব মুঃ আতাউর রহমান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক জনাব মোঃ শামীম আলীর সঞ্চালনায় সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তিস্তা ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য-সচিব জনাব মোঃ রবিউল ইসলাম মৃদুল, ট্রেজারার প্রফেসর সঞ্জীব চৌধুরী, তিস্তা ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. শ্বাশত ভট্টাচার্য ও রেজিস্ট্রার জনাব মুঃ আতাউর রহমান প্রমুখ।

তিস্তা ইউনিভার্সিটি, রংপুর এর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিস্তা ইউনিভার্সিটি, রংপুর এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব মোঃ আশরাফুল আলম আল-আমিন।


প্রজন্মনিউজ২৪/এফএইচ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ