কলেজে পড়ুয়া ছাত্রের পুঁইশাক চাষে ব্যাপক সফলতা

প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৪ ০২:৩৫:০০

কলেজে পড়ুয়া ছাত্রের পুঁইশাক চাষে ব্যাপক সফলতা

মেহেরপুর প্রতিনিধি: লেখাপড়ার পাশাপাশি তরুণ উদ্যোক্তা হিসেবে ১ বিঘা জমিতে পুঁইশাক বীজ চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন মুমিন নামের এক কলেজ ছাত্র। 

তিনি মেহেরপুর জেলার গাংনীয় উপজেলার জুগিন্দা গ্রামের বাসিন্দা। তিনি ইউটিউবে ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে এই বছর এক বিঘা জমিতে পুইশাকের বীজ বপন করে। বর্তমানে তার পুইশাকের জমিতে অধিক পরিমাণে বীজের দেখা যাচ্ছে। তিনি আশা করছেন যে এই এক বিঘা জমিতে তার দুই লাখ টাকার মতো বীজ সংগ্রহ করতে পারবে। তিনি নিজেই চাষাবাদের পাশাপাশি এলাকার অন্যান্য কৃষকদেরও তিনি পুঁইশাক চাষে উদ্বৃদ্ধ করছে। সামনে বছর দুই বিঘা জমিতে পুইশাকের বীজ চাষ করবে বলে পরিকল্পনা করছেন।

তরুণ উদ্যোক্ত মোঃ আল মুমিন ১ বিঘা জমির পুঁইশাক চাষে ব্যাপক সফলতা অর্জন করে। তার এই চাষে সফলতা দেখে অন্যান্য অনেক কৃষক পুইশাক বীজ চাষে আগ্রহ প্রকাশ করেছে।


প্রজন্মনিউজ২৪/এইচআরসি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ