ফুলের দাম ঊর্ধ্বমুখী

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী, ২০২৪ ০৪:৫৪:৪৩ || পরিবর্তিত: ১২ ফেব্রুয়ারী, ২০২৪ ০৪:৫৪:৪৩

ফুলের দাম ঊর্ধ্বমুখী

পঞ্চগড় প্রতিনিধি

পহেলা ফাল্গুন বসন্ত বরণ,বিশ্ব ভালোবাসা দিবস,  একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে সারা দেশে ফুলের চাহিদা রয়েছে ব্যাপক। 

পঞ্চগড়ে এর চাহিদা আগেভাগেই শুরু হয়েছে, ভিড় বেড়েছে দোকানগুলোতে। 

বিশ্ব ভালোবাসা দিবস, পহেলা ফাল্গুনে কদর রয়েছে গোলাপের বেশ। এই দিবস আসতে বাকি ২ দিন। উত্তর জেলা পঞ্চগড়ে জমে  উঠেছে গোলাপের বেচাকেনা। বিক্রি হচ্ছে  পাঁচ থেকে ছয় গুণ বেশি দামে। কয়েক দিন আগেও একটি গোলাপ বিক্রি হতো ১০ থেকে ১৫ টাকায়।এখন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায় তবুও পাওয়া যাচ্ছে না ফুলের রানি গোলাপ। 

ফুল কিনতে আসা কলেজ শিক্ষার্থী আরিফুল ইসলাম জানায় কিছুদিন আগেও একটি গোলাপ ১০ থেকে ১৫ টাকায় কিনেছি। এখন একটি গোলাপ কিনতে হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা দিয়ে। দাম বাড়তির কথা জানতে চাইলে ফুল বিক্রেতা নুর আলম বলেন,ঘন কুয়াশার কারণে ফুল উৎপাদন কম হয়েছে তাই ফুলের দাম বেশি।

ফুলের তোরা কিনতে আসা সুমন ইসলাম জানায় আমি ফুলের তোরা নিয়মিত নেই কিছুদিন আগেও একটি তোরা ২৫০ টাকায় নিয়েছি এখন সেই ফুলের তোরা কিন্তু হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়। 

মালাঞ্চ ফুল হাউজ এর মালিক মো রাকিব জানায়  প্রতি পিস গোলাপ বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে যেখানে কিছুদিন আগেও বিক্রি করেছি ১০-১৫ টাকায়। চন্দ্রমল্লিকা বিক্রি হচ্ছে ১০ টাকায়।গ্লাডিওলাস ২৫-৩০ টাকায় রজনীগন্ধা ২০-২৫ টাকায় বিক্রি হচ্ছে। 

পঞ্চগড়ের প্রথম ফুল চাষী মরিয়ম নার্সারি এন্ড নূর ফুল ঘড় মালিক,মো.আবুল কালাম আজাদ,জানায় স্কুল গুলোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়  অনুষ্ঠানে ফুলের ব্যাপক চাহিদা থাকায় তিনি এ বছর প্রায় তিন হাজার পিস বিক্রি করেছন যা গত কয়েক বছরের মধ্যে  সবচেয়ে  বেশি দামে রজনীগন্ধা বিক্রি করতে হয়েছে যা প্রতি পিছ ২০-২৫ টাকা দরে।  

মরিয়ম নার্সারীর মালিক আবুল আজাদ জানান ফেব্রুয়ারি পর্যন্ত এই ফুলের দাম বাড়তি থাকবে। 


প্রজন্ম নিউজ২৪/টিএইচ
 

এ সম্পর্কিত খবর

চলমান কারফিউতে চরম দুর্ভোগে নিম্নআয়ের মানুষ অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে তারা

আন্দোলনকারীদের সাথে একই সময় বিক্ষোভ মিছিল ছাত্রলীগের

বেরোবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ২

রাজাকারের নাতিরা সব পাবে, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছু পাবে না

প্রশ্নফাঁসকারী খলিলের ঢাকায় আলিশান ফ্ল্যাট, গ্রামে কুঁড়েঘর

সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে গ্যাস উৎপাদন, সংকট প্রকট

বঙ্গবন্ধু শিল্পনগরে পানি সরবরাহ: ২২ হাজার কোটি টাকার প্রকল্পে শুরুতেই ধীরগতি

বিসিএসের প্রশ্ন ফাঁস, আগামী প্রজন্মের ভবিষ্যৎটা আসলে কোথায়?

আবেদ আলীর স্বীকারোক্তির ভিত্তিতে , তালিকা হচ্ছে সেই বিসিএস ক্যাডারদের

প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার আবেদ আলীসহ ১৭ জন

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ