প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী, ২০২৪ ০৩:৩৯:১৩
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে বিদ্যুৎ স্পর্শে মৃত্যু বরণকারী দুই পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত শনিবার (১০ ফেব্রুয়ারী) ধুনট উপজেলা শাখার পক্ষ থেকে এ সহযোগিতা প্রদান করা হয়।
উল্লেখ্য গত ৩০ জানুয়ারি মঙ্গলবার ঐ গ্রামের নুর ইসলামের ছেলে জেল হোসেনের বাড়িতে টিউবওয়েল মেরামতের কাজ চলছিল। এমন সময় অসাবধানতা বসত বিদ্যুৎ স্পর্শে মৃত মওলা বক্সের ছেলে টিউবওয়েল মিস্ত্রি রহিম বক্স ও নুর ইসলামের ছেলে কলেজ শিক্ষার্থী জেল হোসেনের মৃত্যু হয়।
মথুরাপুর ইউনিয়নের খাদুলী গ্রামের মৃত্যুবরণকৃত দুই পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদানকালে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ধুনট ইউনিয়ন আমীর মাওলানা নজরুল ইসলাম। সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধুনট উপজেলা শাখার আমীর মাওলানা আমিনুল ইসলাম, বিশেষ অতিথি উপজেলা নায়েবে আমীর টি এম রফিকুল ইসলাম দুলাল, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল কারিম, ইউনিয়ন সেক্রেটারি পল্লী চিকিৎসক শাহজালাল। এসময় মাওলানা নুহুজ্জামান, মোহাব্বত আলী, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা নজরুল ইসলামসহ স্থানীয় বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
প্রজন্ম নিউজ২৪/ টিএইচ
গাড়ির গ্লাসে কালো পেপার ব্যবহার না করার নির্দেশ- ডিএমপি
দুই ব্রাজিলিয়ানের তাণ্ডবে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিলো রিয়াল
ডালিমের পর ইলিয়াসের লাইভে আসছেন কর্নেল রাশেদ চৌধুরী
ভারত সফরে যাচ্ছেন বিদ্যুৎ উপদেষ্টা
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সারজিস
ঢাকা কলেজের অধ্যক্ষের সঙ্গে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়
বিপিএল ইতিহাসে এমন ফিফটি আগে দেখেনি কেউই!