নিজের লেখা হুবহু নকল করবে এআই

প্রকাশিত: ১৯ জানুয়ারী, ২০২৪ ০৪:৫৯:৩৫

নিজের লেখা হুবহু নকল করবে এআই

অনলাইন ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটাকে তুমুল আলোচনায় রেখেছে চ্যাটজিটিপির মতো চ্যাটবটগুলো। পাল্লা দিয়ে করা হচ্ছে এআই'র উন্নয়ন। বাজার ধরতে মাইক্রোসফট, গুগলের মতো টেক জায়ান্টরা নেমেছেন এআই'র উন্নতি সাধনে। ডিপ ফেক ভিডিও থেকে শুরু করে নানা রকম তেলেসমাতিতে এআই কিছু কাণ্ডে মানুষের জীবন অতিষ্টও করে তুলেছে। 

এবার জানা গেলে আরেক নতুন খবর। মানুষের হাতের লেখাও নাকি হুবহু নকল করতে পারছে এআই। 

হাতের লেখা নকল করতে পারদর্শী একটি এআই টুল তৈরি করেছেন সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ বিন জায়েদ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
তাদের দাবি, নতুন এআই টুলটি যেকোনো ব্যক্তির হাতের লেখা নকল করে বিভিন্ন বাক্য লিখতে পারে। আর এই কাজের জন্য প্রথমেই নির্দিষ্ট ব্যক্তির হাতে লেখা বিশ্লেষণ করে এআই টুলটি। তারপর সেই ব্যক্তির লেখার অনুকরণে বার্তা লিখে দেয়। 

গবেষক দলের সদস্য সালমান খান জানিয়েছেন, টুলটি দিয়ে লেখা বার্তাকে প্রকৃত ব্যক্তির লেখার ধরন থেকে আলাদা করা সম্ভব হয়নি। আর তাই টুলটির কার্যকরিতাও বেশ সন্তোষ জনক।

তবে আপাতত এই এআই টুল ইংরেজি ভাষায় লিখতে পারছে। তবে গবেষকরা বলছেন, ভবিষ্যতে অন্যান্য ভাষায়ও ব্যবহার করা যাবে টুলটি।


প্রজন্মনিউজ২৪/এইচআরসি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ