তুরস্কের মনুষ্যবাহী মহাকাশ মিশন যাত্রা শুরু ১৮ জানুয়ারি

প্রকাশিত: ১১ জানুয়ারী, ২০২৪ ০৩:০৭:০৫

তুরস্কের মনুষ্যবাহী মহাকাশ মিশন যাত্রা শুরু ১৮ জানুয়ারি

অনলাইন ডেস্ক: আগামী ১৮ জানুয়ারি স্থানীয় সময় সকাল ১টা ১১ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা করবে তুরস্কের প্রথম মনুষ্যবাহী মহাকাশ মিশন।

তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মেহমেত ফাতিহ কাসির জানিয়েছেন, কর্নেল আলপার গেজেরাভিসি অ্যাক্সিওম মিশন থ্রি (এএক্স-৩) ক্রুদের নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাবে।

তিনি বলেন, এই ঐতিহাসিক মিশন টিউরকিয়ের মহাকাশ বিজ্ঞান অধ্যয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হওয়ার পাশাপাশি ভবিষ্যত প্রজন্মের জন্য অনুপ্রেরণার একটি দুর্দান্ত উৎস হবে। 
ফ্লোরিডার নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে ড্রাগন মহাকাশযানের ভেতর স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে করে এএক্স-৩ এর ক্রুরা উৎক্ষেপণ করবে।

ক্রুরা ১৯ জানুয়ারি দুপুর ১.১৫ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

এ উপলক্ষ্যে তুর্কি স্পেস এজেন্সি (টিইউএ) এবং জাতীয় ডাক ও টেলিগ্রাফ অধিদপ্তর (পিটিটি) একটি বিশেষ স্মারক ডাকটিকিট এবং খাম ডিজাইন করেছে। তুরস্কের প্রথম মনুষ্যবাহী মহাকাশ মিশনের জন্য এটা ডিজাইন করা হয়েছে যেখানে গেজেরাভি মহাকাশে তুর্কি পতাকা উত্তোলন করবেন।


প্রজন্মনিউজ২৪/এইচআরসি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ