বিশ্বসেরা গবেষকদের তালিকায় হাবিপ্রবির ১১২ শিক্ষক-শিক্ষার্থী

প্রকাশিত: ০৮ জানুয়ারী, ২০২৪ ১১:২০:১৩

বিশ্বসেরা গবেষকদের তালিকায় হাবিপ্রবির ১১২ শিক্ষক-শিক্ষার্থী

হাবিপ্রবি প্রতিনিধি: অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ১১২ জন গবেষক। গত বছর এ সংখ্যা ছিল ১১১।

আন্তর্জাতিক গবেষক ও বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং সংস্থা 'অ্যালপার ডগার এড সায়েন্টিফিক ইনডেক্স' এ তালিকা প্রকাশ করেছে। এতে বিশ্বের ২১৯টি দেশের ২২ হাজার ৭৬৭টি বিশ্ববিদ্যালয়ের মোট ১৪ লাখ ৪৩ হাজার ৯৩ জন বিজ্ঞানী ও গবেষক স্থান পান।

সংস্থার ওয়েবসাইট সূত্রে জানা যায়, ইনডেক্সটি (এডি সায়েন্টিফিক ইনডেক্স) সারাবিশ্বে গবেষণাপত্রের কার্যকরিতা মূল্যায়নের মাধ্যমে 'এইচ' এবং 'আই-১০' সূচকে এ তালিকা তৈরি করে। এ পদ্ধতির উদ্ভাবক দুই গবেষকের (অধ্যাপক মুরত আলপার এবং চিহান ডজার) দাবি, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী-গবেষক-অধ্যাপকদের কাজ এবং তাদের শেষ ৬ বছরের কাজের তথ্য বিশ্লেষণের পর তা এইচ-ইনডেক্স, আইটেন-ইনডেক্স স্কোর এবং সাইটেশনের ওপর ভিত্তি করে এ তালিকা প্রকাশিত হয়। এতে নিজ নিজ গবেষণার বিষয় অনুযায়ী গবেষকদের বিশ্ববিদ্যালয়, নিজ দেশ, মহাদেশীয় অঞ্চল ও বিশ্বে নিজেদের অবস্থান জানা যায়।

তাছাড়া সূচকটিতে গবেষকদের বিশ্লেষণ ও বিষয়গুলো নির্দিষ্ট ক্যাটাগরিতে গণ্য করা হয়। কৃষি ও বনায়ন, কলা নকশা ও স্থাপত্য, ব্যবসায় ও ব্যবস্থাপনা, অর্থনীতি, শিক্ষা, প্রকৌশল ও প্রযুক্তি, ইতিহাস দর্শন ও ধর্মতত্ত্ব, আইন, চিকিৎসা, প্রকৃতিবিজ্ঞান, সমাজবিজ্ঞানসহ মোট ১২টি ক্যাটাগরিতে এ তালিকা প্রকাশ করা হয়।

এডি সায়েন্টিফিক ইনডেক্সের এই তালিকায় হাবিপ্রবির গবেষকদের মধ্যে ক্রমান্বয়ে প্রথম স্থানে রয়েছেন ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন ক্যাটাগরিতে ফুড প্রেসেসিং অ্যান্ড প্রিজারভেশন বিভাগের অধ্যাপক ড. মারুফ আহমেদ, দ্বিতীয় স্থানে বিজনেস এণ্ড ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. শামীম হোসাইন, তৃতীয় মেডিক্যাল এণ্ড হেলথ সাইন্স ক্যাটাগরিতে ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের চেয়ারম্যান অধ্যাপক ড. উম্মে ছালমা, চতুর্থ স্থানে বায়োকেমিস্ট্রি এণ্ড মলিউকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আজিজুল হক, পঞ্চম স্থানে রয়েছেন জেনেটিক্স অ্যান্ড এনিমেল ব্রিফিং বিভাগের অধ্যাপক ডা. আব্দুল গাফফার মিয়া।

এ ছাড়া গবেষণায় বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং এণ্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সাজ্জাত হোসাইন সরকার, সপ্তম স্হানে ক্রপ ফিজিওলজি অ্যান্ড ইকোলজি বিভাগের  অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, অষ্টম স্থানে বায়োকেমিস্ট্রি এণ্ড মলিউকুলার বিভাগের অধ্যাপক  ড. মো. আবু সায়েদ, নবম স্থানে রয়েছেন এগ্রিকালচারাল এণ্ড ইনডাসট্রিয়াল  বিভাগের অধ্যাপক ড. মো. শাহ নুর কবির, দশম স্হানে রয়েছেন জেনেটিকস এণ্ড প্লানেট ব্রেডিং বিভাগের অধ্যাপক ডা. মো. হাসানুজ্জামান।


প্রজন্মনিউজ২৪/এইচআরসি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ