শিল্পকলায় ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নাটক হাল ছেড়ো না মঞ্চায়ন

প্রকাশিত: ০২ জানুয়ারী, ২০২৪ ১২:২১:৩৬

শিল্পকলায় ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নাটক হাল ছেড়ো না মঞ্চায়ন

শাহাবউদ্দিন সজিব কুমিল্লা প্রতিনিধি: ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের নাটক হাল ছেড়ো না মঞ্চায়ন করা হয়েছে। সোমবার (১ জানুয়ারি'২৪) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে নাটকটি প্রথম মঞ্চায়ন করা হয়। ঘটনা প্রধান এ নাটকে ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনা প্রবাহ স্থানপায়। ইতিহাস ভিত্তিক এ নাটকে মুক্তিযুদ্ধের কবিতা স্বাধীনতা, কোন এক মাকে, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তাঁর নিজেস্ব গন্তব্যসহ বিভিন্ন কবিতার অংশ বিশেষ স্থান লাভ করেছে। দর্শকদের মন জয় করেছে আপেল মাহমুদের তীর হারা ঐ ঢেউ এর সাগর পাড়ি দেব...গানটি। 

সাজ-সজ্জা, সংলাপ, নান্দনিকতা প্রথম মঞ্চায়নে প্রশংশা পেয়েছে হাল ছেড়ো না। এ নাটক প্রধান চরিত্র গুপি ও বাঘা। নাটকটি রচনা করেন হাসান তারেক, নির্দেশনায় ছিলেন আনোয়ার হোসেন আলম, তত্বাবধায়নে ছিলেন জিতেন্দ্রনাথ , সহযোগী নির্দেশনা ছিলেন ফারহানা আহমেদ, সহকারী নির্দেশনা পৃথুল দাস, ক্রিয়েটিভ নির্দেশনায় ছিলেন আশিকুর রহমান শিশির। নাটকটি সমন্বয় করেন লিটন মিয়া।

 বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেন পৃথুল দাস, গুপি ছিলেন সাব্বির আহমেদ, বাঘা ছিলেন অনিক দেব, খুকি চরিত্রে সালমা আক্তার, মা চরিত্রে খাদিজা আক্তার, খোকা হাসিবুল ইসলাম, এ ঘটনা প্রবাহের কথক মাকসুদা সুলতানা, লোপা অধিকার ও লিটন মিয়া, পত্রিকার হকার ছিলেন এনামুল হক। কোরাসে অংশ গ্রহণ করেন দিপীতা রয়, রুমি আক্তার, সাগর চন্দ্র বর্মন, সুইটি রানী মজুমদার প্রমুখ। সাউন্ড ব্যবস্থাপনায় ছিলেন রনি দত্ত।  হাল ছেড়ো না নাটকের প্রথম মঞ্চায়ন উপভোগ করেন ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের প্রধান শিক্ষক উপদেষ্টা জিতেন্দ্রনাথ তরফদার, শিক্ষক উপদেষ্টা বাঁধন দাস, জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ, নাট্যগুরু শাহাজাহান চৌধুরী, বীরমুক্তিযুদ্ধা বশিরুল আনোয়ার, বদরুল হুদা জেনু, ভিসিটির ছাত্রউপদেষ্টা ও সদস্যরা উপস্থিত ছিলেন।


প্রজন্মনিউজ২৪/এমএইচ

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ