ভারতে পাচারের শিকার বাংলাদেশি ৪২ নারী ও শিশু দেশে ফিরল

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৩ ০২:৪০:১৪

ভারতে পাচারের শিকার বাংলাদেশি ৪২ নারী ও শিশু দেশে ফিরল

আবু জাফর যশোর জেলা প্রতিনিধি: বিভিন্ন সময়ে ভালো কাজের প্রলোভনে  ভারতে পাচারের শিকার বাংলাদেশিদের মধ্যে ৪২ জন কিশোর, কিশোরীকে পুলিশ ও মানবাধিকার সংস্থার মাধ্যমে উদ্ধারের পর ফেরত পাঠিয়েছে ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ হাইকমিশন।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকাল সাড়ে ৫টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ আইনি প্রক্রিয়া শেষে ট্রাভেল পারমিট আইনে এসব বাংলাদেশিদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। 

ফেরত আসা বাংলাদেশিদের বাড়ি যশোর, সাতক্ষীরা, কক্সবাজার, নওগা, চট্রগ্রাম, যশোর, ঢাকা,বাগেরহাট, খুলনা ও পটুয়াখালি জেলার বিভিন্ন অঞ্চলে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, ফেরত আসা বাংলাদেশিদের আইনি সহয়তা ও পরিবারের কাছে পৌছে দিতে বাংলাদেশি ৩টি মানবাধিকার সংস্থা ফেরত আসা কিশোর, কিশোরীদের গ্রহন করেছে। এদের মধ্যে জাস্টিস এন্ড কেয়ারের হেফাজতে নিয়েছে ১৪ জন, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির হেফাজতে ৯ জন ও রাইসট যশোরের কাছে আছে ১৯ জন।


প্রজন্মনিউজ২৪/এএএম

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ