বিরল জেনেটিক রোগ এসএমএ চিকিৎসায় চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৩ ০১:৫৮:৪৬

বিরল জেনেটিক রোগ এসএমএ চিকিৎসায় চুক্তি স্বাক্ষর

বিরল স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (এসএমএ) চিকিৎসার সুযোগ বৃদ্ধি করতে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করছে ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতাল সুইজারল্যান্ড ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রোচ বাংলাদেশ ও বাংলাদেশের বৃহত্তম ওষুধ প্রস্ততকারক প্রতিষ্ঠান রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতাল অডিটরিয়ামে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনআইএনএস পরিচাল অধ্যাপক ড. কাজী দ্বীন মোহাম্মদ, পরিচালক,  রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান জনাব মোঃ নাসের শাহরিয়ার জাহেদী; এবং রোচে বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মিঃ মার্ক হিব তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। 

বাংলাদেশে এখন পর্যন্ত ১৬০ জন রোগী এ বিরল জেনিটিক রোগে আক্রান্তের তথ্য পাওয়া যায়। এসময় রোগীর পেশি দুর্বল ও ছোট হয়ে যায় ফলে হামাগুড়ি দিতে বা হাটতে মাথা নড়াচড়া নিয়ন্ত্রণ বিঘ্নিত হয়। এখন পর্যন্ত দেশে এ রোগের চিকিৎসার তেমন সুযোগ ছিল না। বিরল রোগে স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (এসএমএ) একটি জেনেটিক অবস্থা যা পেশী দুর্বলতা এবং অ্যাট্রোফি (পেশী ছোট হয়ে গেলে) সৃষ্টি করে।

চুক্তি অনুযায়ী তথ্য আদান প্রদানের মাধ্যমে চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি ও চিকিৎসায় সহায়তা করবে তিন প্রতিষ্ঠান। 

এদিকে, সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের আগে, এনআইএনএস কনফারেন্স হলে "বাংলাদেশে মেরুদণ্ডের পেশীর অ্যাট্রোফির চিকিত্সার সুবিধা" শীর্ষক একটি বৈজ্ঞানিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়।
অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ বলেন, নিউরোসায়েন্সের ইতিহাসে আজ বাংলাদেশের ঐতিহাসিক দিন।

তিনি বলেন, এই চিকিৎসা বাংলাদেশে হচ্ছে এটা আমাদের জন্য খুবই আনন্দের। যদিও এই চিকিৎসা খুবই ব্যয়বহুল।

রুশ ফার্মা ও রেডিয়েন্টকে ধন্যবাদ জানিয়ে অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরও বলেন, নাসের শাহরিয়ার আমার সঙ্গে এ বিষয়ে কথা বলে উদ্যোগ নিয়েছেন। আমার অনুরোধ, বাংলাদেশের রোগীদের জন্য ওষুধের মূল্যের দিকটা বিবেচনা করবেন। 

রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী বলেন, রুশ শুধু ফার্মাসিউটিক্যাল কোম্পানি নয় এটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানও। তারা বিশ্বব্যাপী সুনামের সঙ্গে কাজ করছে।

তিনি বলেন, এটা একটা ব্যয়বহুল ওষুধ। তবে এটা সহজলভ্য করতে সরকারের সহযোগিতা প্রয়োজন। 
এই ওষুধ বাংলাদেশের রোগীদের দুয়ারে পৌঁছাতে এগিয়ে আসা রুশ ফার্মাকেও ধন্যবাদ জানাই।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রুশ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মিঃ মার্ক হিব। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি। এছাড়া আরও উপস্থিত ছিলেন রুশোর মধ্য পূর্ব ইউরোপ, তুরষ্ক, রাশিয়া ও ভারতীয় উপমহাদেশের এরিয়া প্রধান আদ্রিয়ানো ট্রেভ।


প্রজন্মনিউজ২৪/ইমরান

এ সম্পর্কিত খবর

এক দফায় জাতীয় ঐক্যের ডাক বিএনপির

কোটা সহিংসতায় আহতদের দেখতে নিটোর পরিদর্শনে প্রধানমন্ত্রী

জামায়াতসহ সব দলকে নিয়ে জাতীয় ঐক্যের ডাক বিএনপি’র

দেড় ঘণ্টা পর আর্জেন্টিনার গোল বাতিল, অবিশ্বাস্য বললেন মেসি

মালায়েশিয়ার আবাসিক হলের শিক্ষার পরিবেশ ও বাংলাদেশের শিক্ষা অঙ্গন।

শাবিপ্রবির হলে তল্লাশি চালিয়ে পেলেন পিস্তল-শটগান-মদের বোতল

আমি লজ্জিত যে এমন একটা সংগঠনের সঙ্গে জড়িত ছিলা লিখে ছাত্রলীগ নেত্রীর পদত্যাগ

জাবিতে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের পাল্টাপাল্টি হামলা, হল প্রাধ্যক্ষের পদত্যাগ

বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ

অশ্রুভেজা চোখে বিদায়বেলায় যা বললেন ডি মারিয়া

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন





ব্রেকিং নিউজ