উদ্ধার হয়েছে বিপন্ন প্রজাতির তিনটি কুমির

প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৩ ০১:২০:৫৩

উদ্ধার হয়েছে বিপন্ন প্রজাতির তিনটি কুমির

শেখ বাদশা, বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবনের করমজলে আনা হলো বিপন্ন প্রজাতির তিনটি মিঠাপানির কুমির। সম্প্রতি দেশের তিনটি স্থানে এই কুমির তিনটিকে পাওয়া গেছে। 

বিপন্ন প্রজাতির এই মিঠা পানির কুমিরগুলিকে সংরক্ষনের মাধ্যমে এদের থেকে বাচ্চা উৎপাদন করে বংশ বৃদ্ধির মাধ্যমে একে প্রকৃতিতে ধরে রাখার জন্য ৯ ই নভেম্বর বৃহষ্পতিবার বিকেলে সুন্দরবনের করমজল বন্যপ্রানী সংরক্ষন,প্রজনন ও লালনপালন কেন্দ্রে  নিয়ে আসা হয়েছে।

এদেরকে চিন্হিত করতে নাম্বারিং করে বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের কুমিরের শেডে রাখা হয়েছে।

এছাড়াও ওই একই সময়ে তিনটি অতিথি পাখি এবং দুটি গোখরা প্রজাতির সাপও এসময়ে সুন্দরবনে অবমুক্ত করা হয়।


প্রজন্মনিউজ২৪/এসআই

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ