বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে কুকি-চিনের গোলাগুলি

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ০৭:১৯:৩৬

বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে কুকি-চিনের গোলাগুলি

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের রুমায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর গুলি বিনিময় হয়েছে। এ ঘটনায় কেএনএফের এক সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। তার নাম বয়রাম লিয়ান বম (২৪)।

স্থানীয়রা জানায়, গুলিবিদ্ধ হয়ে আহত কেএনএফ সদস্য বেথেল পাড়ার বাসিন্দা জারেমলাল বমে’র ছেলে

রুমা থানা অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মোহাম্মদ আবুল হাসেম বলেন, ‘আহত ব্যক্তিকে বান্দরবান সদর হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় সেনাবাহিনী বাদী হয়ে মামলা করলে থানায় মামলা হবে।’

সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয়রা জানায়, সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কেএনএফের সিভিল পোশাকে চার সশস্ত্র সদস্য রুমা বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলতে আসে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ওই জায়গায় সেনাবাহিনীর একটি টহল দল উপস্থিত হলে, উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে কেএনএফের এক সদস্য গুলিবিদ্ধ হয়।

পরে আহত কেএনএফ সদস্যকে সেনাবাহিনী সদস্যরা উদ্ধার করে প্রথমে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।


প্রজন্মনিউজ২৪/এমটি

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ