১৯৮৮-২০২৩ সাল, ভারতের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের যত জয়

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৩ ০৬:৫৭:২৪

১৯৮৮-২০২৩ সাল, ভারতের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের যত জয়

বিগত কয়েক বছরে বাংলাদেশ ভারত ম্যাচ মানেই থ্রিলার কোনো সিনেমা। বাংলাদেশ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী না হলেও বিগত কয়েক বছরে প্রতিদ্বন্দ্বী বলায় যায়। ভারত বাংলাদেশ ম্যাচ মানেই অন্য রকম উত্তেজনা। শেষ ওভারে সক্কা হাঁকিয়ে হয় ভারত জিতে নয়তো কয়েক রানে শ্বাসরুদ্ধকর ভাবে বাংলাদেশ জিতে। ভারতকে সামনে পেলেই বাংলাদেশ যেনো রয়েল বেঙ্গল টাইগার রূপ ধারণ করে। চলুন ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে ম্যাচ জয়ের সমীকরণ দেখি।

প্রথম, ২০০৪ সালের ডিসেম্বর মাসে ভারত বাংলাদেশ সফরে আসে। ২৬ ডিসেম্বর বাংলাদেশ ভারতের সাথে প্রথম আন্তর্জাতিক ম্যাচ জিতে। বাংলাদেশ ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান সংগ্রহ করে। বিপরীতে ভারত ৪৭.৫ ওভার খেলে ১০ উইকেট হারিয়ে ২১৪ রান তুলতে সক্ষম হয়।  ম্যাচটি বাংলাদেশ ১৫ রানে বিজয়ী হয়। ম্যাচ সেরা হন মাশরাফি বিন মুর্তজা। 

দ্বিতীয়, ২০০৭ ওডিআই বিশ্বকাপে বাংলাদেশ কোনো বৈশ্বিক আসরে প্রথম ভারতকে হারায়। ১৭ মার্চ ২০০৭ বাংলাদেশ বনাম ভারত মুখোমুখি হয়। ভারত আগে ব্যাট করে ৪৭.৩ ওভার বল খেলে ১৯১ রানে অলআউট হয়। বাংলাদেশ ৪৮.৩ ওভার খেলে ৫ উইকেটে ১৯২ রান করে ৫ উইকেটে বাংলাদেশ ভারতকে হারায়। ম্যাচ সেরার পুরস্কার জিতেন মাশরাফি বিন মুর্তজা। 

তৃতীয়, ২০১২ সালের ১৬ মার্চ এশিয়া কাপে বাংলাদেশ ভারতকে হারায়। সেই ম্যাচে ভারত নির্ধারিত ৫০ ওভারে ২৮৯ রান সংগ্রহ করে ৫ উইকেট হারিয়ে। সেই ম্যাচে শচীন ১০০ তম শতক হাকান। বাংলাদেশ ৪৯.২ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ২৯৩ রান করে ভারতকে হারায়। এইদিন ম্যাচ সেরার পুরস্কার জিতেন সাকিব আল হাসান। 

চতুর্থ, ভারত ২০১৫ সালের জুন মাসে বাংলাদেশ সফরে আসে। মিরপুর স্টেডিয়ামে ১৮ জুন তিন ম্যাচ সিরিজে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ মোস্তাফিজের কল্যাণে ৭৯ রানে রানের বিশাল জয় পায় ভারতের বিপক্ষে।  বাংলাদেশের সংগ্রহ  ৩০৭/১০ (৪৯.৪) ওভার।  আর ভারত সংগ্রহ করে ২২৮/১০ (৪৬) ওভারে। ম্যাচ সেরা হন মোস্তাফিজুর রহমান। 

পঞ্চম, ২১ জুন ২০১৫ সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে ভারতকে হারায় বাংলাদেশ। এইদিন বৃষ্টির কারনে ৪৭ ওভারে খেলা গড়ায়। ভারত আগে ব্যাট করে ৪৫ ওভারে ১০ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে। বিপরীতে বাংলাদেশ ৩৮ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ম্যাচটি জিতে যায়। এই দিন ও ম্যাচ সেরা হন মোস্তাফিজ।

ষষ্ঠ, ২০২২ সালে নভেম্বরে বাংলাদেশ সফরে আসে ভারত। চট্টগ্রামে ৪ ডিসেম্বর প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে কষ্টার্জিত ১ উইকেটের জয় পায় বাংলাদেশ। 
ভারত আগে ব্যাট করতে নেমে ১৮৬ রানে অলআউট হয় ভারত। বাংলাদেশ ৪৬ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে ম্যাচটি জিতে নেয়। ম্যাচ সেরা হন মেহেদী হাসান মিরাজ।

সপ্তম, ৭ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচে ভারতের সাথে ৫ রানে জিতে বাংলাদেশ। বাংলাদেশ আগে ব্যাট করে মিরাজের দূর্দান্ত এক শতকে ৫০ ওভারে ২৭১ রান সংগ্রহ করে। ভারতের লরাকু ইনিংস ২৬৬ রানে থেমে যায়। এইদিন ও ম্যাচ সেরা হন মেহেদী হাসান মিরাজ। 

অষ্টম, ২০২৩ এশিয়া কাপে ১৫ সেপ্টেম্বর দ্বিতীয় সারির দল নিয়ে ভারতকে ৬ রানে হারায় বাংলাদেশ। 
নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রান করে বাংলাদেশ। ভারত ৪৯.৫ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৫৯ রান তুলতে সক্ষম হয়। ম্যাচ সেরা হন সাকিব আল হাসান। 


প্রজন্মনিউজ২৪/ইমরান

এ সম্পর্কিত খবর

শ্রম আইন সংশোধন করে শ্রমিকের অধিকার নিশ্চিত করুন- আতিকুর রহমান

হল উদ্ধার নিয়ে ভূয়া তথ্য ছড়াচ্ছে জবি শিক্ষার্থী বকর

মির্জা আব্বাসকে হত্যাচেষ্টা, ৩ দিনের রিমান্ডে মেনন

আমেরিকার ব্রিফিংয়ে বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির প্রসঙ্গ

ভারতে ফের মাস্ক পড়া বাধ্যতামূলক

২৬ তারিখ কী ঘটবে, তাহলে ২৬ তারিখে সবাই কোটিপতি হতে যাচ্ছে !

শ্রম আইন সংশোধন করে শ্রমিকের অধিকার নিশ্চিত করুন- আতিকুর

একে অপরে বিশ্বাস নেই ভারত ও পাকিস্তানিদের, ব্যতিক্রম বাংলাদেশিরা

স্বৈরাচারের অবসান যেভাবে হয় ও জুলুমতন্ত্রকে একই ভাবে হটাতে হবে

আসাম-মেঘালয় সীমান্তে পাঁচ বাংলাদেশি আটক

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ