প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৩ ০৪:৫০:৫৫ || পরিবর্তিত: ১৮ মার্চ, ২০২৩ ০৪:৫০:৫৫
জেলা প্রতিনিধি: প্নযাত্রী কুতুবদিয়া শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
শনিবার (১৭ মার্চ) বিকেল ৩ ঘটিকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কুতুবদিয়ায় মোহাম্মদিয়ায় শাহ জব্বারিয়া ছদরুল উলুম আদর্শ হেফজখানায় কোরআনের পাখিদের নিয়ে ক্বেরাত ও হামদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগিতায় কুতুবদিয়ার স্থানীয় তিনটি হেফজখানার শিক্ষার্থীদের নিয়ে দুইটি ইভেন্টে ক্বেরাত ও হামদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মোট ১৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করে এবং বিজয়ী ৬ জনকে ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।
স্বপ্নযাত্রী কুতুবদিয়া শাখার আহবায়ক ইমতিয়াজ উদ্দিন জিল্লুর সভাপতিত্বে ও সদস্য মেহেদী হাসান জিসানের সঞ্চালনায় উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কামাল হোসেন চৌধুরী।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ রুবেল মাহমুদ, ঢাকা শাখার সদস্য হাফেজ ফারহান, স্থানীয় ইউপি সদস্য মোঃ জামাল হোসেন সুজা, স্বপ্নযাত্রী কুতুবদিয়া শাখার সমন্বয়ক মোহাম্মদ মিজানুর রহমান, অর্থ সম্পাদক ফজল করিম, দপ্তর সম্পাদক শাহাজান সিরাজ, উপ অর্থ সম্পাদক রায়হান উদ্দিন, সদস্য মোঃ তামজিদ হোসাইন, হেফাজ উদ্দিন, মাইমুন হাসান, মোঃ রাসেল প্রমুখ।
প্রজন্মনিউজ২৪/উমায়ের
ইসরায়েলে প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত, বিক্ষোভে লাখো মানুষ
বাবুরহাট কাপড়ের বাজারে বেড়েছে কাপড়ের দাম, কমেছে বেচাকেনা
কোটালীপাড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
কাশিয়ানীর মাজড়া প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালিত
ফুলেল শ্রদ্ধায় স্বাধীনতার বীর শহীদদের স্বরণ
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন
শরীয়তপুরের নড়িয়ায় বজ্রপাতে নিহত তিন
স্বাধীনতার ৫২ বছর পরও গণতন্ত্রের জন্য প্রাণ দিতে হচ্ছে: ফখরুল