প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৫ ১১:৩৯:২৮ || পরিবর্তিত: ০৩ অক্টোবর, ২০২৫ ১১:৩৯:২৮
প্রজন্ম ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘আপত্তিকর বক্তব্য’ দেওয়ার অভিযোগে পদ স্থগিত হয়েছে বিএনপি নেতা ফজলুর রহমানের। দলের সিদ্ধান্তে নাখোশ মুক্তিযুদ্ধে অবদান রাখা এই প্রবীণ নেতা। রাজনৈতিক অঙ্গনে চাউর হয়েছে যে, তিনি নতুন দল গড়তে যাচ্ছেন।
ফজলুর রহমান এক সময় ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি তোফায়েল আহমেদ, আবদুর রাজ্জাক, আবদুল কুদ্দুস মাখন, শাজাহান সিরাজ, সিরাজুল আলম খানের সঙ্গে প্রথিতযশা ছাত্রনেতাদের সঙ্গে মুক্তিযুদ্ধের পূর্বে ও পরে রাজনীতি করেছেন। মুক্তিযুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধ কমান্ডার। মুক্তিযুদ্ধের পর তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন। এক সময় আওয়ামী লীগের সঙ্গ ত্যাগ করেন। তিনি যুক্ত হন কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগে। পরে কৃষক শ্রমিক জনতা লীগও ত্যাগ করেন তিনি।
একপর্যায়ে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন।
সম্প্রতি তার নতুন দল গঠন নিয়ে যে গুঞ্জন শুরু হয়েছে সে বিষয়ে মুখ খুলেছেন ফজলুর রহমান।
তিনি বলেন, আমি দল করলে বিএনপির থেকে বড় দল করব এ ধরনের কোন কথাই বলিনি, আমি এত বাজে কথা বলি না। তবে হ্যাঁ, আমি এটা বলেছি যে, বিএনপি যদি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান না নেয় তাহলে মুক্তিযুদ্ধের পক্ষে শেখ হাসিনার দাঁড়াতে হবে না, আওয়ামী লীগেরও দাঁড়াতে হবে। একটা রাজনৈতিক শক্তি এমনিই দাঁড়াবে।
সম্প্রতি বেসরকারি গণমাধ্যমে দেওয়া একান্ত সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি বিএনপির মতো দল করব না- এটি ফালতু কথা। তবে আমার জীবন থাকে আর বিএনপি যদি আমাকে দলে না নেয়, আমি না হয় বসেই রইলাম। এ দেশটার জন্য তো আমি যুদ্ধ করেছি, আমি না হয় তাদের কথা চিন্তা করে সব বাদই দিয়ে দিলাম। বিদেশে আছেন ২ কোটি মানুষ, আমি চ্যালেঞ্জ করলাম এর ৯৯ শতাংশ মানুষ আমাকে সাপোর্ট করবে।
প্রজন্ম নিউজ ২৪
গাজীপুরে বিএনপি প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর
বিজয় দিবসে জবি শিবিরের ব্যতিক্রমী নৌ র্যালি
চরফ্যাশনে জামায়াত কর্মীদের ওপর বিএনপির হামলা, আহত অর্ধশতাধিক
স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে খাইবার পাখতুনখোয়ায় ১৩ জন নিহত
পেছাতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর