ম্যাচ হেরে অজুহাত শ্রীলঙ্কার , প্রশংসা মুস্তাফিজের 

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৫ ০১:২৪:২৬

ম্যাচ হেরে অজুহাত শ্রীলঙ্কার , প্রশংসা মুস্তাফিজের 

গ্রুপ পর্বে বড় ব্যবধানে হারলেও দ্বিতীয় দেখায় শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়েই এশিয়া কাপের সুপার ফোর শুরু করেছে বাংলাদেশ। সাইফ হাসান-তাওহীদ হৃদয়ের সাবলীল ব্যাটিংয়ে লঙ্কানদের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে। তবে হারের পর রান কিছুটা কম হয়েছে বললেও, টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে কৃতিত্ব দিয়েছেন শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা। 

লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস খেলা শানাকা সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা মোমেন্টাম পেয়েছিলাম। তবে চারিথ (আসালাঙ্কা) আউট হওয়ার পর মোমেন্টাম হারিয়ে ফেলি। বিশেষ করে ফিজ ও তাসকিন শেষ ওভারগুলোতে অনেক ভালো বল করেছে। আমরা ১৮০ রান আশা করেছি, সেই তুলনায় একটু কম হয়ে গেছে।’

আগে ব্যাট করতে নেমে লঙ্কানরা ৭ উইকেটে ১৬৮ রান তোলে। দুবাইয়ের উইকেটে আরও ১০-১৫ রানের ঘাটতি ছিল জানিয়ে শানাকা বলেন, ‘এখানে আমি অনেক ম্যাচ খেলেছি। উইকেটও ভালোই ছিল। তেমন ভুল ছিল না। ভালো ম্যাচ হয়েছে। যা বললাম, ১০-১৫ রান কম হয়েছে।’ 

প্রতিপক্ষ ব্যাটারদের আগ্রাসনের মুখে ইকোনমি ধরে রেখেছেন মুস্তাফিজ। ৪ ওভারে মাত্র ২০ রানের বিনিময়ে তার ৩ শিকারই বাংলাদেশের লক্ষ্যটা কিছুটা কম রেখেছে। তাই এই পেসারকে কৃতিত্ব দিতে ভোলেননি লঙ্কান তারকা, ‘মুস্তাফিজ ক্লাস। আইপিএল খেলে। দেশের হয়ে এতদিন ধরে খেলছে, প্রায় ১০ বছর হবে। এটা নিয়ে (ফিজের কাছে পরাস্ত হওয়া) চিন্তিত হওয়ার কিছু নেই। ওকে কৃতিত্ব দিতেই হবে।’

প্রজন্মনিউজ২৪

এ সম্পর্কিত খবর

ভোলায় ইসলামী আন্দোলনের কোন নারী হেনস্তার ঘটনা ঘটেনি - চরফ্যাশন জামায়াত

ইরানে শাসন পরিবর্তন হলে পরবর্তী নেতা কে হবে, উত্তর নেই যুক্তরাষ্ট্রের কাছে।

চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ : হাইকোর্ট

সন্ত্রাস-দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: অধ্যাপক গোলাম রসুল

শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, সুষ্ঠু তদন্ত চায় বিএনপি : মাহদী আমিন

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখম

তারেক রহমানকে লাল কার্ড দেখালেন রাবির সিনেট সদস্য ফাহিম রেজা

ইরানের হুমকি: আঙুল ট্রিগারে, পাল্টা হামলা চালানো হবে

বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান

জামায়াত আমিরের সঙ্গে বৈঠকের পর যা বললেন মার্কিন রাষ্ট্রদূত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ