প্রকাশিত: ১১ জুন, ২০২৪ ১০:৩৮:৫৮
প্রজন্ম ডেস্ক: টিকটকার প্রিন্স মামুনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। লায়লা আক্তার ফারহাদ (৪৮) নামের এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে সোমবার রাতে কুমিল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (১০ জুন) রাজধানীর ক্যান্টনমেন্ট থানার অফিসার্স ইনচার্জ শাহীনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাত সাড়ে ৯টার দিকে প্রিন্স মামুনকে কুমিল্লার পুলিশ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় ধর্ষণ মামলা রয়েছে। কুমিল্লার পুলিশ আমাদের থানাকে মামুনকে হস্তান্তর করবেন। আমাদের টিম কুমিল্লায় যাচ্ছে।
টিকটকার লায়লারোববার (৯ জুন) প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন।
অভিযোগে লায়লা উল্লেখ করেন, মামলার বিবাদী আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে আমার গত তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে মামুন আমাকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে। সে আমাকে জানায়, তার ঢাকায় থাকার মত নিজস্ব কোনো বাসা নেই। যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানায় তাই তার কথা সরল মনে বিশ্বাস করে তাকে আমার বাসায় থাকার অনুমতি দিই।
২০২২ সালের ৭ জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে। ওইদিন থেকে সে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে। আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন তারিখ ও সময়ে একাধিকবার আমার সঙ্গে শারীরিক সর্ম্পক স্থাপন করে। মামুন আমার বাসায় থাকাকালে তার বাবা-মা মাঝেমধ্যেই সেখানে এসে অবস্থান করত। আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয় বললে সে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকে।
সর্বশেষ চলতি বছরের ১৪ মার্চ মামুন আমার শয়ন কক্ষে আগের মতো আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে ধর্ষণ করে। পরবর্তীসময়ে আমি তাকে বিয়ের বিষয়ে বললে সে আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। আমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে।
প্রজন্মনিউজ২৪/ইমি
ভারতে পালানোর সময় ভোলর যুবলীগ নেতা গ্রেফতার
মেগাস্টার শাকিবের ‘দরদ’–মৌলিকত্ব কী!
বিয়ের দাবিতে দুই তরুণী,কাকে বিয়ে করলেন শাহীন
জাবি সংস্কারের ৪১ দফা প্রস্তাবনা ছাত্রশিবিরের
শার্শায় শহিদ আখতারুল কবির স্মরনে আলোচনা সভা ও দোয়া
সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন,কী বললেন জামায়াত আমির
আশুলিয়ায় গুলিবিদ্ধ ৪৬ মরদেহ পোড়ানোর ‘মাস্টারমাইন্ড’ পুলিশ কর্মকর্তা সায়েদ গ্রেপ্তার
এই ভূখণ্ডে ‘মুসলিম’ শব্দ মুছে দেওয়ার অন্যতম ভিকটিম জাবি: শিবির সেক্রেটারি