থাইরয়েডের সমস্যায় সচেতনতা

প্রকাশিত: ২৫ মে, ২০২৪ ০৫:০২:৪৬

থাইরয়েডের সমস্যায় সচেতনতা

নিজস্ব প্রতিবেদক: ২৫ মে (আজ শনিবার) পালিত হচ্ছে বিশ্ব থাইরয়েড দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় ‘থাইরয়েড সমস্যা ও অসংক্রামক রোগ’। ধারণা করা হয়, বাংলাদেশে চার থেকে পাঁচ কোটি মানুষ থাইরয়েডের সমস্যায় আক্রান্ত। বিশ্বে এ সংখ্যা প্রায় ৮০ কোটি।

থাইরয়েড গ্রন্থি অতি প্রয়োজনীয় অন্তঃক্ষরা গ্রন্থি; যা গলার সামনের অংশে অবস্থিত। এটি মানবশরীরের প্রধান বিপাকীয় হরমোন তৈরিকারী গ্ল্যান্ড। থাইরয়েড হরমোনের অন্যতম কাজ শরীরে বিপাকীয় হার বা বেসাল মেটাবলিক রেট বাড়ানো। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ স্নায়ুর পরিপক্বতা। এ জন্য গর্ভাবস্থায় থাইরয়েড হরমোনের স্বল্পতায় গর্ভস্থ শিশু বোকা হয়। 
হাইপার–থাইরয়েডিজমের উপসর্গ 
● প্রচণ্ড গরম লাগা, হাত–পা ঘামা। 
● পরিপাকতন্ত্রের সমস্যা, খাওয়ার রুচি স্বাভাবিক থাকার পরও ওজন হ্রাস, ঘন ঘন পায়খানা। 
● বুক ধড়ফড়, হৃৎস্পন্দন বৃদ্ধি, বুকে ব্যথা।
● স্নায়ু ও মাংসপেশির সমস্যা
● হাড়ের ক্ষয়, মাসিকের সমস্যা, বন্ধ্যত্ব। কারণ
● গ্রেভস ডিজিজ বা একধরনের অটোইমিউন রোগ। এতে থাইরয়েড ফোলার সঙ্গে সঙ্গে চোখ কোটর থেকে বেরিয়ে আসে। 
● মাল্টিনডিউলার গয়টার।
● সলিটারি থাইরয়েড নডিউল। 
● থাইরয়েড গ্ল্যান্ডের প্রদাহ বা থাইরয়েডাইটিস।
● অন্য কোনো উৎসের কারণে থাইরয়েড হরমোনের আধিক্য। 
● ক্যানসার।হাইপো–থাইরয়েডিজমের উপসর্গ 
● অবসাদ, অলসতা, ঘুম ঘুম ভাব। 
● ত্বক খসখসে ও শুষ্কতা। 
● মুখ বা পা ফোলা।
● কনজেনিটাল হাইপো–থাইরয়েডিজমে শিশুর মস্তিষ্কের বিকাশ হয় না। এ ছাড়া চুল পড়া, ওজন বৃদ্ধি, স্মৃতিশক্তি হ্রাস, শীত শীত ভাব, কোষ্ঠকাঠিন্য, মেজাজ খিটখিটে, ব্লাড প্রেশার বৃদ্ধি, মাসিকের সমস্যা, বন্ধ্যত্ব, গর্ভপাত।

#চিকিৎসা
হাইপার-থাইরয়েডিজমের চিকিৎসা হচ্ছে অ্যান্টিথাইরয়েড ওষুধ। কখনো কখনো অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে। অ্যান্টিথাইরয়েড ওষুধ বেশির ভাগ ক্ষেত্রে দেড় থেকে দুই বছর ব্যবহার করা হয়। 

#থাইরয়েডের ক্যানসার 
থাইরয়েড গ্রন্থির কোনো অংশ টিউমারের মতো ফুলে উঠলে তাকে বলা হয় থাইরয়েড নডিউল। এসব থাইরয়েড নডিউলের ১ শতাংশ ক্যানসারে পরিণত হতে পারে। থাইরয়েড ক্যানসার সময়মতো চিকিৎসা করলে ৯৫ শতাংশ ক্ষেত্রে সম্পূর্ণ আরোগ্য সম্ভব। 

লেখক: সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।


প্রজন্মনিউজ২৪/সারাফাত

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ