প্রকাশিত: ১৫ মে, ২০২৪ ০৮:১০:২৫ || পরিবর্তিত: ১৫ মে, ২০২৪ ০৮:১০:২৫
নিউজ ডেস্ক: দড়জায় কড়া নাড়ছে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকার যৌথ আয়োজনে আসন্ন নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের। ক্রিকেটের ছোট এই সংস্করণ মূলত ব্যাটারদের ব্যাটে চার ছক্কার ফুলঝুড়ি আর বোলারদের দ্রুত উইকেট নেয়ার দিকে দর্শকদের বাড়তি আকর্ষণ থাকে।তাহলে পরবর্তী বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে দেখে নেয়া যাক; টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রান, সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় কারা শীর্ষস্থান ধরে রেখেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান ভারতের ভিরাট কোহলির। আর বল হাতে সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব আল হাসান।
ব্যাটারদের মধ্যে ভারতের ভিরাট কোহলি ২৭ ম্যাচ খেলে ১৩১.৩০ স্ট্রাইক রেটে ১১৪১ রান করে আছেন সবার উপরে। বর্তমানে আসন্ন বিশ্বকাপে অংশ নেয়া খেলোয়ারদের মধ্যে ভিরাটের পিছনে ভারতের রোহিত শার্মা ৩৯ ম্যাচ খেলে ১২৭.৮৮ স্ট্রাইক রেটে ৯৬৩ রান, ইংল্যান্ডের জশ বাটলার ২৭ ম্যাচে খেলে ১৪৪.৪৮ স্ট্রাইক রেটে ৭৯৯ রান,বাংলাদেশের সাকিব আল হাসান ৩৬ ম্যাচ খেলে ১২২.৪৪ স্ট্রাইক রেটে ৯৪২ রান। এবারও বিশ্বকাপ খেলবেন কোহলি। রান সংখ্যা আরও বাড়িয়ে নেয়ার সুযোগ তার। বর্তমানে খেলেন আর কারো ১ হাজার রানও নেই।
বোলারদের মধ্যে বাংলাদেশের সাকিব আল হাসান ৩৬ ম্যাচ খেলে ৬.৭৮ ইকোনিমতে ৪৭ উইকেট নিয়ে সবার উপরে। বর্তমানে আসন্ন বিশ্বকাপে অংশ নেয়া খেলোয়ারদের মধ্যে সাকিবের পিছনে নিউজিল্যান্ডের টিম সাউদি ৭.৫৯ ইকোনিমতে ২৯ উইকেট, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ৬.৫৭ ইকোনিমতে ২৫ উইকেট, নিউজিল্যান্ডের ইশ সোধি ৭.০৪ ইকোনিমতে ২৫ উইকেট।
এখন পর্যন্ত সাকিব আল হাসান টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৬ ম্যাচে খেলে ১২২.৪৪ স্ট্রাইক রেটে ৯৪২ রান এবং বোলিংয়ে ৬.৭৮ ইকোনিমতে ৪৭ উইকেট নিয়েছেন। আর মাত্র ৩ উইকেট পেলে বিশ্বকাপে উইকেটের হাফ সেঞ্চুরি করবেন প্রথম ক্রিকেটার হিসাবে। বিশ্ব ক্রিকেটের এই আসরে বাংলাদেশের দর্শকদের পাশাপাশি অন্য সবার নজরে থাকবে।দেখা যাক ভক্তদের প্রত্যাশা কতটুকু মেটাতে পারেন।
প্রজন্মনিউজ২৪/এহশ
মানুষের কলিজা ‘খেকো’খলিলুল্লাহর ভয়ঙ্কর ইতিহাস !
মনে রেখো,রাজাকার নই,আমি এই বাংলাদেশের ভক্ত
‘একতার আলোয় বাংলাদেশ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী রবিবার
দি মারিয়ার যে রক্তের রং আকাশি-সাদা
পাকিস্তানের কড়া সমালোচনায় দেশটির সাবেক ক্রিকেটাররা
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে আবেগ সামলাতে পারেননি লুইস সুয়ারেজ
সারাদেশে শিক্ষক লাঞ্ছনা চলছে নেপথ্যে শিক্ষার্থীরা কেন?
জনগণের সার্বিক নিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ পুলিশ : আইজিপি