প্রকাশিত: ১৫ মে, ২০২৪ ১১:৫১:১৫
অনলাইন ডেস্ক: ইউক্রেনের হামলার মাত্রা বাড়িয়েছে রাশিয়া। সম্প্রতি দেশটির বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে রুশ বাহিনী। এতে চরম সংকটে পড়েছে ইউক্রেনের বিদ্যুৎ খাত।
জানা গেছে, রুশ হামলার জেরে মঙ্গলবার অন্ধকারে (জরুরি ব্ল্যাকআউট) ডুবে যায় পুরো ইউক্রেন।
দেশটির রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউক্রেনেগো এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার হামলার কারণে বিদ্যুতের অভ্যন্তরীণ চাহিদাই পূরণ করতে পারছে না ইউক্রেন। এমনকি চাহিদা পূরণে ইউরোপীয় ইউনিয়নভুক্ত প্রতিবেশী দেশগুলো থেকে বিদ্যুৎ আমদানি করতে ইউক্রেনকে বাধ্য করেছে রাশিয়া।
টেলিগ্রামে ইউক্রেনেগো জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত নয়টা থেকে পরবর্তী চার ঘণ্টা ইউক্রেনের সব কটি অঞ্চলে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। এর ফলে অন্ধকারে ডুবে ছিল পুরো ইউক্রেন।
প্রতিষ্ঠানটি এর পেছনে দুটি কারণ চিহ্নিত করেছে। সেগুলো হচ্ছে- ইউক্রেনের বিদ্যুতের স্থাপনাগুলোয় রুশবাহিনীর একের পর এক হামলা ও তাপমাত্রা কম থাকায় বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে পশ্চিমাঞ্চলের লিভিভ শহরের কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, শহরের কেন্দ্রস্থলে ভবনগুলো অন্ধকারে ডুবে আছে। সড়ক বাতিগুলো জ্বলছে না। সূত্র: এএফপি, আল আরাবিয়া
প্রজন্মনিউজ২৪/এএন
একযোগে চাকরি ছাড়ার হুমকি ইসরায়েলি সেনাদের
(রা:) কে কটূক্তির প্রতিবাদে রাজশাহী কলেজে বিক্ষোপ
গ্লোবাল সুপার লিগে খেলবে রংপুর রাইডার্স
সেবা মাশুল, টোল, সুদ ও জরিমানা বাড়ানোর চেষ্টায় সরকার
!আবু সাঈদকে ‘সন্ত্রাসী’ বললেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি
রাজনৈতিক দলের নাম পালটে ফেললেন সোহেল রানা
চিকিৎসায় নোবেলজয়ীর নাম ঘোষণা করা হবে সোমবার
১৫ বছরে টাকায় ধস : ৬৭ টাকার ডলার ছাড়ায় ১২০ টাকা