প্রকাশিত: ১৪ মে, ২০২৪ ১২:২৭:০২
নিজস্ব প্রতিনিধি: দেশের প্রথম বিদ্যুৎ চালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল বর্তমানে সপ্তাহে শুক্রবার ছাড়া ৬ দিন নিয়মিত চলাচল করছে। যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে এটি শুক্রবারও চালানোর প্রস্তুতি নিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএলের দায়িত্বশীল সূত্র ঢাকা পোস্টকে জানিয়েছে, আগামী জুলাই মাস থেকে শুক্রবারেও মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এছাড়া জুন মাসের মধ্যে পিক আওয়ারের হেডওয়ে (দুই ট্রেনের মধ্যবর্তী অপেক্ষমাণ সময়) ৮ মিনিট থেকে কমিয়ে ৫ মিনিট করা হতে পারে। বিষয়টি নিয়ে ডিএমটিসিএলের কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। হয়তো কয়েকদিন পরে আমাদের এমডি এম,এ,এন, ছিদ্দিক স্যার সংবাদ সম্মেলন করে জানাবেন, যদি এরকম কোনো সিদ্ধান্ত হয়।
বর্তমান সময়সূচি অনুযায়ী, দিনের প্রথম ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনে উদ্দেশ্যে সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে সকাল সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া দিনের শেষ ট্রেন রাত ৮টায় উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে রাত ৮টা ৪০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।
প্রজন্মনিউজ২৪/আরাফাত
ইসরাইলকে শাস্তি না দিলে আক্রমণের হুঁশিয়ারি ইরানের
৩ আগস্ট আমিই প্রথম প্রফেসর ইউনূসের সাথে যোগাযোগ করি : সাদিক কায়েম
নোয়াখালীতে সকল প্রাথমিক বিদ্যালয়ের বন্ধ ঘোষণা
‘জাতীয় সমাবেশ’ থেকে যেসব বার্তা দেবে জামায়াত
১৮ জুলাই গণভবন থেকে কল— ‘যেখানেই তাদের পাবেন, গুলি করবেন’
জাতীয় সমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে জামায়াত আমিরের আহ্বান
‘নিজেদের সামলান, নয়তো জনগণই আপনাদের সামলে দেবে’
যশোরে বিয়েতে রাজি না হওয়ায় এসিড নিক্ষেপ, একই পরিবারের দগ্ধ ৩
বিশ্ব জ্বালানি বাজারে ঝুঁকি: পারস্য উপসাগরে ইরানের নৌ-মাইন তৎপরতা