প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৪ ১২:০৩:০১
নিজস্ব প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পুলিশের গুলিতে উইন রোজারিও (১৯) নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। পরিবারের সঙ্গে তিনি ১০ বছর আগে বাংলাদেশ ছেড়ে নিউইয়র্কে যান।
স্থানীয় সময় বুধবার (২৭ মার্চ) বিকেলের দিকে কুইন্সে ওজোন পার্কের ১০৩তম স্ট্রিটে তার পরিবারের দ্বিতীয় তলার অ্যাপার্টমেন্টে পুলিশের গুলিতে নিহত হন তিনি। জানা যায়, নিহত ওই তরুণ মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। গুলিতে নিহত হওয়ার আগে সাহায্যের জন্য ৯১১ নম্বরে ফোন করেছিলেন।
এদিকে পুলিশের কর্মকর্তারা বলেছেন, উইন রোজারিও নামের ওই তরুণ কাঁচি দিয়ে পুলিশ অফিসারদের দিয়ে তেড়ে যান। এরপর একপর্যায়ে কর্মকর্তারা তাকে লক্ষ্য করে গুলি চালায়। তবে নিহত তরুণের ভাই উশতো রোজারিও এই গুলি চালানোর ঘটনার প্রত্যক্ষদর্শী এবং তিনি ঘটনার পুলিশি বিবরণের বিরোধিতা করেছেন।
নিহতের ভাই বলেন, তাকে ছয়বার গুলি করা হয়েছে। মা এনকাউন্টারের পুরো সময়জুড়ে তার ভাইকে তার কোলে ধরে রেখেছিলেন। আমার মা যখন তাকে জড়িয়ে ধরে ছিলেন, তখন তারা তাকে টেজার দিয়ে গুলি করে। টেজার দিয়ে গুলি করার পরও আমার ভাই নিচে পড়ে যাননি। তাই একজন পুলিশ বন্দুক বের করে তাকে গুলি করে এবং সেসময়ও আমার মা তাকে জড়িয়ে ধরে ছিলেন। এভাবে গুলি করা ছিল অপ্রয়োজনীয়।
উশতো রোজারিও জানান, তার ভাই দুই বছর আগে ওজোন পার্কের জন অ্যাডামস হাই স্কুল থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং সম্প্রতি বিষণ্ণতার মধ্যে ছিলেন। পুলিশ ডিপার্টমেন্টের টহল প্রধান জন চেল এক সংবাদ সম্মেলনে বলেছেন, ওই পুরো ঘটনার ভিডিও ফুটেজ কর্মকর্তাদের কাছে সংরক্ষিত রয়েছে। তবে সে ফুটেজ প্রকাশ করা হয়নি।
তিনি বলেন, দুজন অফিসার মানসিক যন্ত্রণায় থাকা এক ব্যক্তি সম্পর্কে ৯১১ নম্বরে ফোনকলের প্রতিক্রিয়ায় অ্যাপার্টমেন্টে যাওয়ার পরে গুলি চালানোর এই ঘটনা ঘটে। সেখানে পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ, বিশৃঙ্খল এবং বিপজ্জনক ছিল। পুলিশ মনে করছে, নিহত রোজারিও নিজেই ৯১১ নম্বরে কল করেছিলেন। অ্যাপার্টমেন্টে যাওয়ার পর অফিসাররা রোজারিওকে হেফাজতে নেওয়ার চেষ্টা করলে তিনি একটি ড্রয়ার থেকে কাঁচি বের করে অফিসারদের দিকে ধেয়ে আসেন। পরে উভয় অফিসারই রোজারিওর ওপর টেজারের মাধ্যমে গুলি করেন এবং তাকে পরাস্ত করা হয়। এদিকে, নিউইয়র্কে গত দুই মাসে পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত তৃতীয় ব্যক্তি হচ্ছেন রোজারিও।
প্রজন্মনিউজ২৪/আরা
ভারত ও বাংলাদেশের মধ্যে পার্থক্য কী?
উদ্যোক্তার হাট এ্যাওয়ার্ড পেলেন ১৪০ জন উদ্যোক্তা
ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডবে নিহত ১৮
আরব লীগকে জরুরি বৈঠকে বসার আহ্বান ফিলিস্তিনের
একুশে আগস্ট গ্রেনেড হামলা: হাইকোর্টের রায় রবিবার
বাংলাদেশিদের চিকিৎসা দিবে না ভারতের হাসপাতাল
আইনজীবী সাইফুল হত্যায় ৩১ জনের নামে মামলা
শিক্ষাঙ্গনে 'নো হার্ম প্রিন্সিপল' পলিসি নির্ধারণ করেছে ছাত্রদল
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া
সিরিয়ায় বিদ্রোহীদের হামলায় বিপর্যস্ত সরকারি বাহিনী, নিহত ২০০